সংক্ষিপ্ত
কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
২৫ জুলাই মঙ্গলবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫১০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,০৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,১০০ টাকা। মঙ্গলবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫১,০০০ টাকা।
১ গ্রাম: ৫,৫১৫ টাকা
৮ গ্রাম: ৪৪,১২০ টাকা
১০ গ্রাম: ৫৫,১৫০ টাকা
১০০ গ্রাম: ৫,৫১,৫০০ টাকা
অন্যদিকে ২৫ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০১০ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৮,০৮০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,১০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার হয়েছে ৬,০১,০০০ টাকা।
১ গ্রাম: ৬,০১৬ টাকা
৮ গ্রাম: ৪৮,১২৮ টাকা
১০ গ্রাম: ৬০,১৬০ টাকা
১০০ গ্রাম: ৬,০১,৬০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।
১ গ্রাম: ৭৭.৫০ টাকা
৮ গ্রাম: ৬২০ টাকা
১০ গ্রাম: ৭৭৫ টাকা
১০০ গ্রাম: ৭,৭৫০ টাকা
আরও পড়ুন:
Weather News: বেশ কিছু জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস, মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বড় খবর! আদালতের পথে বিশেষ একজনের নাম বললেন প্রাক্তন মন্ত্রী
Gujarat Rain: রাস্তায় চলছে কুমীর, সিংহ! গুজরাটের বন্যায় মুড়ি-মুড়কির মতো ভেসে যাচ্ছে গ্যাস সিলিন্ডার