দামের বাড়বাড়ন্তে সোনা কিনতে গিয়ে চিন্তায় পড়ছেন অনেকেই। গতবারের বাজেটে আমদানি শুল্কে ৬ শতাংশ ছাড় মিলেছিল বলেই কমেছিল এই হলুদ ধাতুর দাম।শুক্রবারের উর্ধ্বমুখী দাম দেখে অনেকেই বলছেন এভাবে চলতে থাকলে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে সোনা ।
বাজেটের আগেরদিনেই হু হু করে দাম বেড়ে গেল সোনার।উর্ধ্বমুখী দাম দেখেই মাথায় হাত মধ্যবিত্তদের।অনেকরই ধারনা আগামিকালের বাজেটের উপর অনেকখানি নির্ভর করছে সোনার দামের ওঠা-নামার বিষয়টি। শুক্রবার কলকাতায় ২২ ক্যারেট প্রতি ১০ গ্রামের সোনার দাম ৭৭,৭৫০ টাকা।প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম উঠেছে ৮১,৪০০টাকা।এর সঙ্গে রয়েছে জিএসটি ও গহনায় জুড়বে মেকিং চার্জ ফলে দামের বাড়বাড়ন্তে সোনা কিনতে গিয়ে চিন্তায় পড়ছেন অনেকেই। গতবারের বাজেটে আমদানি শুল্কে ৬ শতাংশ ছাড় মিলেছিল বলেই কমেছিল এই হলুদ ধাতুর দাম। এবছরও যদি বাজেটে আমদানি শুল্ক কমানো হয় তবে সোনার দাম অনেকটাই পড়ে যাবে বলে মনে করছেন স্বর্ণব্যবসায়ীরা।তবে শুক্রবারের উর্ধ্বমুখী দাম দেখে অনেকেই বলছেন এভাবে চলতে থাকলে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে সোনা । ভারত এই মুহূর্তে সোনা ব্যবহারে বিশ্বের মধ্যে দ্বিতীয় জায়গায় । তাই দেশে বিপুল চাহিদা তৈরি হওয়ায় সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়। যে কারণে যোগ হয় আমদানি শুল্ক, ফলে দামি হয় এই হলুদ ধাতু।এমন পরিস্থিতে সোনার উপর শুল্ক বাড়ানো বা কমানোর কথা বাজেটে জানানো হতে পারে।এখন দেখার বিষয় হল অর্থমন্ত্রী কি ফের সোনা নিয়ে স্বস্তির বার্তা দেবেন কিনা।গতবছর শুল্ক কমানোর পর পতন ঘটেছিল সোনার দামে।নির্মলা সীতারামন সোনার উপর থাকা শুল্কের পরিমান ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নামিয়ে এনেছিলেন। সেই ঘোষণা হতেই বেশ কয়েক হাজার টাকা কমে গিয়েছিল।হাসি ফুটে ছিল মধ্যবিত্তদের মুখে।
সূত্রের খবর, সোনার দাম কমানোর জন্য পরোক্ষভাবে হস্তক্ষেপ করতেও পারেন নির্মলা সীতারামন।শুল্কে ছাড় না দিলেও সোনাকে ধরাছোঁয়ার মধ্যে এনে দেওয়ার জন্য কোন বিশেষ উদ্যোগ নিতে পারেন বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।শুল্ক ছাড়ের বিষয় নিয়ে সংশয় থাকলেও বিশ্ব বাজারে সোনার দাম কমতে পারে বলে অনুমান করছে কেন্দ্র। ওয়ার্ল্ড ব্যাঙ্কের কমোডিটি মার্কেটের তথ্য তুলে ধরে প্রকাশ করা আর্থিক সমীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, ২০২৫ সালে একাধিক পণ্যের দাম কমার ইঙ্গিত রয়েছে।মনে করা হচ্ছে তেল, প্রাকৃতিক গ্যাস ও সোনার মতো পণ্যের দাম কমবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
