UPI পেমেন্টে এসে গেছে নতুন চার্জ, ঠিক কী কী পরিবর্তন এল সিস্টেমে?
দেশে ডিজিটাল লেনদেন দিন দিন বেড়েই চলেছে। নগদবিহীন লেনদেন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় শোরুম, সবাই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছে।
| Published : Feb 23 2025, 07:13 PM
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
)
এই প্রেক্ষাপটে, পেমেন্ট সংস্থাগুলি ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছে
Google Pay একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
25
স্মার্টফোন ব্যবহারকারীরা UPI পেমেন্ট ব্যবহার করছেন
ডিজিটাল বিপ্লব ও ইন্টারনেটের সহজলভ্যতার ফলে ডিজিটাল লেনদেন বেড়েছে। UPI সংস্থাগুলি এখন চার্জ নেওয়া শুরু করেছে।
35
PhonePe ইতিমধ্যেই কিছু পরিষেবার জন্য চার্জ নিচ্ছে
Google Pay ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের জন্য চার্জ নেওয়ার ঘোষণা দিয়েছে।
45
লেনদেনের উপর ০.৫% থেকে ১% ফি নেওয়া হবে, সাথে GST
ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেনে কোনও চার্জ নেই। PhonePe, Paytm-ও চার্জ নিচ্ছে। ২০২৪ সালে UPI লেনদেন প্রক্রিয়াকরণে ১২,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে।
55
চার্জ থাকা সত্ত্বেও UPI লেনদেন কমছে না
২০২৫ সালের জানুয়ারিতে UPI-এর মাধ্যমে ১৬.৯৯ বিলিয়ন লেনদেন হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।