- Home
- Business News
- Other Business
- Highest Return Scheme in India: মাসে স্বল্প বিনিয়োগেই বছরে ৪ লক্ষ টাকা রিটার্ন! এই স্কিমটি সম্পর্কে জানেন?
Highest Return Scheme in India: মাসে স্বল্প বিনিয়োগেই বছরে ৪ লক্ষ টাকা রিটার্ন! এই স্কিমটি সম্পর্কে জানেন?
Highest Return Scheme in India: প্রতি মাসে সামান্য পরিমাণ টাকা বিনিয়োগ (investment) করেই ভবিষ্যতে মোটা অঙ্কের ফান্ড গড়ে তোলা সম্ভব।

কারণ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে ‘হর ঘর লাখপতি আরডি (Har Ghar Lakhpati RD)’ স্কিম
এই স্কিমটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, সাধারণ মানুষ খুব স্বল্প বিনিয়োগ করেই মাসিক সঞ্চয়ের মাধ্যমে লাখপতি হওয়ার স্বপ্নপূরণ করতে পারবেন।
স্কিমটি সম্পর্কে জানুন
SBI-র এই স্কিমটি মূলত একটি রেকারিং ডিপোজিট স্কিম (RD Scheme)।
এখানে প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে
তারপর নির্দিষ্ট একটি সময়ের পর, গ্রাহকরা সেই টাকা সুদে-আসলে ফেরত পাবেন (highest return investment in india)।
সেটিও আবার মোটা অঙ্কের টাকা
আর এই স্কিমটি নির্দিষ্ট সময় শেষ হলে, আপনি পেতে পারেন ২,২২,২২২ কিংবা ৪,৪৪,৪৪৪ টাকা। অর্থাৎ, বিশাল রিটার্ন।
রাখতে হবে একটি সুনির্দিষ্ট লক্ষ্য
অর্থাৎ, আপনি নিজেই জানবেন যে, ঠিক কত মাস আপনাকে টাকা জমা দিতে হবে এবং তার বদলে ঠিক কত টাকা ফেরত পেতে পারেন (minimum investment highhest interest rate)।
১০ বছর বা তার বেশি বয়সী যে কেউ এই স্কিমটিতে নথিভুক্ত করতে পারবেন
এমনকি, অভিভাবকরা চাইলে তাদের সন্তানের জন্যও অ্যাকাউন্ট খুলতে পারবেন (har ghar lakhpati yojana)।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল,
এই স্কিমটিতে জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুযোগ রয়েছে।
৩ অথবা ৪ বছর মেয়াদের স্কিমে সাধারণ নাগরিকদের ৬.৭৫% হারে সুদ দেওয়া হয়ে থাকে
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭.৫% হারে সুদ দেওয়া হয়।
৫ বছর বা তার বেশি মেয়াদের স্কিমে ৬.৫০% হারে সুদ দেওয়া হয়
এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ৭% হারে সুদ দেওয়া হয়ে থাকে (har ghar lakhpati sbi scheme)।
যে গ্রাহকরা ২,২২,২২২ টাকা পেতে চান, তাদের কত টাকা জমাতে হবে?
সেক্ষেত্রে ১ বছর মেয়াদের জন্য প্রতি মাসে ১৭,৮৫৬ টাকা জমা দিতে হবে। যদি ৩ বছরের মেয়াদে স্কিমটি চালাতে চান, তাহলে ৫,৫৫৮ টাকা প্রতি মাসে জমা দিতে হবে। আর যদি ৫ বছরের মেয়াদে স্কিমটি চালাতে চান, তাহলে ৩,১৩০ টাকা প্রতি মাসে জমা দিতে হবে।
যে গ্রাহকরা ৪,৪৪,৪৪৪ টাকা পেতে চান, তাদের কত টাকা জমাতে হবে?
তাহলে ১ বছর মেয়াদের জন্য প্রতি মাসে ৩৫,৭১২ টাকা করে জমা দিতে হবে। যদি ৩ বছরের মেয়াদে স্কিমটি চালাতে চান, তাহলে ১১,১১৭ টাকা জমা দিতে হবে। আর যদি কেউ ৫ বছরের মেয়াদে স্কিমটি চালাতে চান, সেক্ষেত্রে প্রতি মাসে ৬,২৬১ টাকা জমা দিতে হবে।
Disclaimer: টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে যোগাযোগ করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

