- Home
- Business News
- Other Business
- Home Loan: বাড়ি কেনা হল আরও সহজ, কমে গেল সুদের হার, লাগবে না প্রসেসিং ফি-ও
Home Loan: বাড়ি কেনা হল আরও সহজ, কমে গেল সুদের হার, লাগবে না প্রসেসিং ফি-ও
বাড়ি কেনা হল আরও সহজ, কমে গেল সুদের হার, লাগবে না প্রসেসিং ফি-ও। ব্যাঙ্ক অফ বরোদা হোম লোনের সুদের হার ৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৭.৪৫ শতাংশ করেছে। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর বিভিন্ন ব্যাঙ্ক ঋণের সুদের হার কমিয়েছে, যা গ্রাহকদের জন্য সুখবর।

দারুণ খবর সাধারণ মানুষের জন্য। এবার থেকে বাড়ি কেনা হল আরও সহজ। কমে গেল খরচ।
এবার থেকে কমে গেল হোম লোনের সুদের হার। রিজার্ভ ব্যাঙ্ক তাদের শেষ মুদ্রানীতির বৈঠকে রেপো রেট কমানোর পর থেকেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারে বদল এসেছে।
এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদাতেও কমল সুদের হার। হোম লোনে এবার থেকে সুদের হার ৫ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৭.৪৫ শতাংশ। যা আগে ছিল ৭.৫০ শতাংশ।
ইএমআই-র বোঝা এবার আরও কমল এবং নতুন যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য অনেকটাই কম ঋণ মিলবে এবার থেকে।
মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছিল রেপো রেট। তারপর থেকেই সেভিংস অ্যাকাইন্ট, ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য টার্ম ডিপোজিটের সঙ্গে ঋণের ওপর সুদের হারও কমেছে কিছু ব্যাঙ্কে।
এই প্রসঙ্গে ব্যাঙ্ক অফ বরোদার এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় মুদালিয়র জানান, এই সর্বশেষ সুদের হার কমানোর মূল লক্ষ্য হল নাগরিকদের আকাঙ্খাকে সমর্থন করা এবং ঋণ বৃদ্ধিকে উদ্দীপিত করা।
ব্যাঙ্ক অফ বরোদা হোম লোন নেওয়ার সময় ব্যাঙ্ক আর কোনও প্রসেসিং ফি নেবে না।
এর ফলে ঋণের চাহিদাও বৃদ্ধি পেয়েছে এই ব্যাঙ্কে। ইন্ডিয়ান ব্যাঙ্ক মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট অর্থাৎ এমসিএলআর কমানো হয়েছে। সব মিলিয়ে উপকৃত হবেন সাধারণ মানুষ।
সম্প্রতি বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স সংক্রান্ত নিয়মে বদল এনেছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কানারা ব্যাঙ্কে এখন সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও গ্রাহকদের থেকে কোনও পেনাল্টির টাকা কাটা হবে না।

