- Home
- Business News
- Other Business
- একজন YouTuber-র মাসিক আয় করেন জানেন? শুনলে চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা জাগবে
একজন YouTuber-র মাসিক আয় করেন জানেন? শুনলে চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা জাগবে
সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে এখন অনেকেই রোজগার করছেন। একজন ইউটিউবারের মাসিক আয় কত, তা নিয়ে অনেকেরই আগ্রহ থাকে। সাবস্ক্রাইবার সংখ্যার ওপর ভিত্তি করে এই রোজগার ভিন্ন হতে পারে।
- FB
- TW
- Linkdin
)
সোশ্যাল মিডিয়া বর্তমানে রোজগারের এক অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে। ঘরে বসে ভিডিও বানিয়ে অনেকেই আয় করছে।
বিভিন্ন বিষয়ের ওপর কেউ মজার কনটেন্ট বানাচ্ছেন তো কেউ দরকারি কোনও তথ্য শেয়ার করছেন ভিডিও বানিয়ে।
বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন তাদের ক্রিয়েটিভিটি। আর তা দেখিয়েই আয় করেন হাজার হাজার টাকা।
এর থেকে সকলের মনে একটাই প্রশ্ন যে একজন Youtuber-র মাসিক আয় কত?
রোজ ১০টা - ৫টা ডিউটি করে আমরা সকলেই ক্লান্ত। রোজ এই একঘেঁয়ে জীবনে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। এদিকে আবার চাকরি না করলেও হবে না। অর্থের জোগান আসবে কোথা থেকে?
রইল বিশেষ অপশন। শুরু করুন ইউটিউব চ্যানেল। সঠিক ভাবে কাজ করতে পারলে আপনার আয় একজন চাকুরীজীবি মানুষের থেকে বেশি হবে।
প্রকাশ্যে আসা এক রিপোর্ট বলছে, একজন ইউটিউবারের মাসিক রোজগার গড়ে ২৫,০০০ টাকা হতে পারে।
উঠতি ইউটিউবার যাঁর সাবস্ক্রাইবার সবে ১ লক্ষ গণ্ডি পার করেছে সে রোজগার করতে পারে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা।
যাদের সাবস্ক্রাইবার ৫ লক্ষ পার করেছে তাদের রোজগার হতে পারে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা।
আর যাদের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েঠে ১০ লক্ষ তাদের গড়ে মাসে আয় ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা।