- Home
- Business News
- Other Business
- Credit Card Bills: ফোনপে-তে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করবেন কীভাবে জানেন?
Credit Card Bills: ফোনপে-তে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করবেন কীভাবে জানেন?
বর্তমানে ক্রেডিট কার্ডের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন। অনেকে ডিউ ডেট ভুলে যান। আপনি কি জানেন যে ফোনপে-এর মাধ্যমে খুব সহজেই ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করা যায়?

ফোনপে-তে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করবেন যেভাবে?
* প্রথমে ফোনপে অ্যাপটি খুলুন।
* এরপর ‘রিচার্জ ও বিল পেমেন্ট’ সেকশনে যান।
* এই বিভাগে বিল পেমেন্টের সকল বিকল্প দেখতে পাবেন।
* ‘ক্রেডিট কার্ড’ বিকল্পটি নির্বাচন করুন। ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে এই বিকল্পে ক্লিক করুন।
কার্ডের বিবরণ দিন
* এরপর আপনার ক্রেডিট কার্ডের বিবরণ দিন।
* কার্ড নম্বর, সিভিভি (CVV), মোট প্রদেয় অর্থ ইত্যাদি তথ্য লিখুন।
* এরপর পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন। UPI, লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট অথবা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
* শেষে নিশ্চিত করুন। সব তথ্য যাচাই করে ভুল থাকলে সংশোধন করে পেমেন্ট সম্পন্ন করুন।
ফোনপে-তে ক্রেডিট কার্ড বিল পেমেন্টের সুবিধা
* যেকোনো স্থান থেকে পেমেন্টের সুযোগ, মুহূর্তেই পেমেন্ট সম্পন্ন।
* UPI, ব্যাংক অ্যাকাউন্ট, ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ।
* সুরক্ষিত লেনদেন। টোকেনাইজেশন, UPI পিনের মাধ্যমে অতিরিক্ত সুরক্ষা।
জরিমানা দিতে হবে না
* বিল রিমাইন্ডারের মাধ্যমে বিলের ডিউ ডেট মনে করিয়ে দেওয়ার সুবিধা। ফলে জরিমানা দিতে হবে না।
* কোন প্রসেসিং ফি বা লুকানো চার্জ নেই।
ফোনপে-তে ক্রেডিট কার্ড ব্যবহার
* ফোনপে-তে UPI পদ্ধতিতে RuPay ক্রেডিট কার্ড লিঙ্ক করার সুবিধা রয়েছে।
* ‘আমার অর্থ’ ট্যাবে গিয়ে কার্ড যুক্ত করুন।
* UPI পিন সেট করলেই হবে। QR কোড স্ক্যান করে সরাসরি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

