- Home
- Business News
- Other Business
- Stock Market News: কেন্দ্রের এই খাতে বিনিয়োগ করলেই মিলবে ধনবর্ষা, দুর্দান্ত উদ্যোগ মোদী সরকারের
Stock Market News: কেন্দ্রের এই খাতে বিনিয়োগ করলেই মিলবে ধনবর্ষা, দুর্দান্ত উদ্যোগ মোদী সরকারের
Indian Stock Market News: বেশকিছু দিন ধরে স্টক মার্কেটে লোকসান চলছে? কোথায় বিনিয়োগ করবেন কিংবা কোন শেয়ার কিনলে ভালো হবে বুঝতে পারছেন না? যদিও এই সময় কিছু স্টকে ভরসা রাখার কথা বলছে ব্রোকারেজ ফার্ম। দেখুন ফটো গ্যালারিতে…

বিশ্বজুড়ে অস্থিরতায় শেয়ার বাজারে প্রভাব
বিশ্বজুড়ে রাজনৈতিক ডামাডোলের প্রভাব পড়েছে দেশের শেয়ার মার্কেটগুলিতেও। ফলে বেশ কিছুদিন যাবৎ লোকসানে চলছে মার্কেট। এই অবস্থায় বেশকিছু স্টকের উপর ভরসা রাখার কথা বলছে ব্রোকারেজ ফার্ম।
বিনিয়োগ করুন এই কোম্পানিগুলিতে
জানা গিয়েছে, মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের মূলধনী ব্যয় অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট বলছে, ২০২৫ সালের মার্চ মাসে সরকারের মূলধনী ব্যয় বার্ষিক ভিত্তিতে ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত অনুমানের চেয়ে ৩ শতাংশ বেশি। এটি ইঙ্গিত দেয় যে, ভারত সরকার দ্রুত পরিকাঠামো ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করছে। যারফলে সড়ক, রেল এবং প্রতিরক্ষা সম্পর্কিত সংস্থাগুলি বড় সুবিধা পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
কী বলছে ব্রোকারেজ ফার্ম
জানা গিয়েছে, HAL, Siemens, KEI এবং L&T-এর মতো সংস্থাগুলি এই ব্যয় থেকে সরাসরি সুবিধা পাবে। এছাড়াও Siemens ভারতীয় রেল থেকে ২৬,৩০০ কোটি টাকার লোকোমোটিভ অর্ডার পেয়েছে, যা কোম্পানির আয় এবং মার্জিন উভয়ই বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বার্ষিক আয় বৃদ্ধি পাবে HAL-এর
জানা গিয়েছে, এরফলে আগামী পাঁচ বছরে HAL-এর আয় বার্ষিক ১৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। একই সঙ্গে, L&T এবং KEI-এরও এই উচ্চ মূলধন ব্যয় থেকে স্থিতিশীল এবং শক্তিশালী বৃদ্ধি আশা করছেন বিনিয়োগকারীরা।
সড়ক খাতে আয় বৃদ্ধি
২০২৪-২৫ অর্থবর্ষের কথা বলতে গেলে, সড়ক খাতে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও এপ্রিল মাসে এটি ১ শতাংশ হ্রাস পেয়েছে, চলতি বছরের মার্চ মাসে রেকর্ড ৭৩ শতাংশ বৃদ্ধি বছরের পরিসংখ্যানকে আরও ভালো করেছে। এরফলে সরকার মার্চ মাসে পরিকাঠামোতে প্রচুর ব্যয় করেছে।
রেলকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র
চলতি বছরের মার্চ মাসে রেলওয়ে খাতে মূলধন ব্যয় ৪ শতাংশ হ্রাস পেয়েছ। যদুও এপ্রিলে এটি ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারা বছরের কথা বলতে গেলে, রেলওয়ের মূলধন ব্যয় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। এর অর্থ হল, সরকার রেলওয়ে খাতকে তার অগ্রাধিকারের তালিকায় রেখেছে।
প্রতিরক্ষা খাতে ব্যাপক উন্নয়ন
কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিরক্ষা খাতেও ব্যয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে। যারফলে মার্চ মাসে প্রতিরক্ষা মূলধন ব্যয় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, যেখানে এপ্রিলে তা ১২২ শতাংশে পৌঁছেছে। এটি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি, যা ছিল মাত্র ১৩ শতাংশ। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষে ব্যবহৃত 'ভারতে তৈরি' অস্ত্রের প্রশংসা করার পর, এটা স্পষ্ট যে সরকার এখন দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের উপর আরও জোর দিচ্ছে। তা বলাই বাহুল্য।
নজর রাখুন প্রতিরক্ষা খাতের স্টকে
কেন্দ্র সরকার যেভাবে প্রতিরক্ষার বিভিন্ন খাতে বিনিয়োগ করছে তাতে অদূর ভবিষ্যতে HAL, L&T এবং KEI-এর মতো কোম্পানিগুলিতে বিনিয়োগকারীদের জন্য দারুন সুযোগ হবে।

