- Home
- Business News
- Other Business
- মানিব্যাগে রোজ কত টাকা থাকে মুকেশ অম্বানির? অঙ্কটা জানলে রীতিমত চমকে যাবেন!
মানিব্যাগে রোজ কত টাকা থাকে মুকেশ অম্বানির? অঙ্কটা জানলে রীতিমত চমকে যাবেন!
বিশ্বের তাবড় ধনকুবেরদের তিনি টেক্কা দেন সম্পত্তির নিরিখে। তাঁর প্রাসাদপম বাড়ি থেকে বিলাসবহুল গাড়ি-সব কিছুতেই থাকে চমক। সেই মুকেশ অম্বানি নিজে কত টাকা নিয়ে ঘোরেন? এ কিন্তু এক রহস্য। কোটিপতি মুকেশের পকেটে রোজ কত টাকা থাকে তা শুনলে রীতিমত চমকে যাবেন।

সর্বশেষ হিসেব বলছে রিলায়েন্স অধিপতি মুকেশ অম্বানির ১০৮ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ সহ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের ১৩ তম ধনী ব্যক্তি ।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স মোতাবেক, হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮.৬ লক্ষ কোটি টাকা।
ফোর্বসের একটি প্রতিবেদন অনুসারে ৬৬ বছর বয়সী মুকেশ আম্বানি ১১৬ বিলিয়ন মার্কিন ডলারের মোট সম্পদের মালিক হিসাবে বিশ্বের নবম ধনীতম ব্যক্তি। মুকেশ আম্বানির নেতৃত্বে, কোম্পানি বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করে।
এ হেন রাঘব বোয়াল শিল্পপতির রোজকার জীবনযাত্রা চোখ কপালে তোলার মতই। শুধু তিনি নন, তাঁর পরিবারের প্রত্যেকেই স্বাভাবিকভাবেই বিলাসবহুল জীবনে অভ্যস্ত।
কিন্তু বাড়ি থেকে বের হলে মুকেশ অম্বানি নিজে কত টাকা নিয়ে বের হন। এ খবর কত জন জানেন। আমরা ভাবি এত ধনী ব্যক্তি নিশ্চয়ই লক্ষ লক্ষ টাকা সঙ্গে রাখেন। কিন্তু তা কি আদৌ ঠিক?
সাধারণ মানুষ রাস্তায় বের হলে কয়েকশো বা কয়েক হাজার টাকা নিয়ে বের হন। অথবা সঙ্গে থাকে ডেবিট ক্রেডিট কার্ড। কিন্তু মুকেশ অম্বানির টাকা রাখার গল্প শুনলে চমকে যাবেন।
এক সম্মেলনে নিজেই একবার এই রহস্য তুলে ধরেছিলেন মুকেশ অম্বানি। উপস্থিত শ্রোতাদের জানিয়ে দিয়েছিলেন যে বাইরে বের হলে কত টাকা নিয়ে তিনি যান। তাঁর কথা শুনে বেশ চমকে গিয়েছিলেন উপস্থিত সকলেই।
মুকেশ সবার সামনে যা বলেছিলেন, তা চমকে দেওয়ার মত যেমন, তেমনই বিশ্বাস করাও কঠিন।
টাকা সম্পর্কে তার অন্যরকম মূল্যবোধ রয়েছে। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি মনে করেন টাকা হল পুঁজি, যা তাঁর কোম্পানিকে ঝুঁকির হাত থেকে রক্ষা করে।
মুকেশ অম্বানি বলেছিলেন এই তথ্য খুব কম মানুষই জানেন, যে তিনি কোনও টাকা পয়সা নিয়ে বের হন না। ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কয়েক বিলিয়ন ডলারের মালিক হলেও, তাঁর পকেটে আসলে একটা পয়সাও থাকে না। তাঁর কাছে নগদ টাকা তেমন কোনো ব্যাপারই না।
তিনি একবার বলেছিলেন ‘সেই ছোটবেলা থেকেই আমি পকেটে কোনো অর্থ রাখি না, এখনো রাখি না। আমার কোনো ক্রেডিট কার্ড নেই। আমার আশপাশে সব সময় সহযোগীরা থাকেন। তাঁরাই বিল পরিশোধ করেন। এভাবেই আমার কাজ চলে যায়।’

