- Home
- Business News
- Other Business
- Multibagger Stock: ১০,০০০ টাকা বিনিয়োগ করে এক লক্ষেরও বেশি লাভ! মাত্র এক বছরে ১১৮৮% রিটার্ন?
Multibagger Stock: ১০,০০০ টাকা বিনিয়োগ করে এক লক্ষেরও বেশি লাভ! মাত্র এক বছরে ১১৮৮% রিটার্ন?
Multibagger Stock: শেয়ার বাআরে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি সত্যিই বিনিয়োগকারীদের বিপুল লাভের মুখ দেখিয়েছে। এগুলিকে বলা হয় মাল্টিব্যাগার স্টক।

বিনিয়োগকারীদের বিপুল লাভের মুখ দেখিয়েছে
কম সময়ে বিপুল লাভের আশায় বহু মানুষ আজকাল শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। নিঃসন্দেহে ইনভেস্ট করার ক্ষেত্রেও কিছু বিজ্ঞান এবং টেকনিক রয়েছে। যেগুলি মেনে চললে সত্যিই লাভের মুখ দেখা সম্ভব। আর শেয়ার বাআরে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি সত্যিই বিনিয়োগকারীদের বিপুল লাভের মুখ দেখিয়েছে। এগুলিকে বলা হয় মাল্টিব্যাগার স্টক। সেইরকমই একটি স্টক নিয়ে আজ আলোচনা করব।
এক বছরে ১১৮৮% রিটার্ন?
গত পাঁচ বছরে, এই স্টকটি ৭৩১৬% রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। আর গত এক বছরে, এই শেয়ার থেকে এসেছে ১১৮৮% রিটার্ন। এই সংস্থাটি মূলত, তামাক রপ্তানি করে থাকে। দেশীয় পদ্ধতিতে উৎপাদিত তামাক বিশ্বের নানা দেশে তারা রপ্তানির দায়িত্বে রয়েছে তারা।
স্টকটির নাম কী?
স্টকটির নাম হল এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেড। নিঃসন্দেহে বিনিয়োগকারীদের বিপুল লাভের মুখ দেখিয়েছে এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেড।
১,১৮,৮০০ টাকা মুনাফা?
সেই সংস্থাই ইনভেস্টরদের বিপুল মুনাফা এনে দিয়েছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত ২০২৪ সালে এই স্টকটির দাম ছিল মাত্র ৮ টাকা ১৮ পয়সা। অর্থাৎ, কোনও বিনিয়োগকারী যদি ঠিক এক বছর আগে এই শেয়ারে ১০,০০০ টাকা ইনভেস্ট করতেন, তাহলে বর্তমানে সেই টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে হত প্রায় ১,১৮,৮০০ টাকা।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

