সংক্ষিপ্ত
বছর ঘুরতেই একাধিক মিউচুয়াল ফান্ডের (Mutual Fund Investment) দুর্দান্ত পারফরম্যান্স দেখা যাচ্ছে।
বিশেষ করে ২০২৫ সালের জানুয়ারি মাসে, একাধিক ফান্ডে দুর্দান্ত রিটার্ন মিলেছে। তবে সবথেকে বড় চমক দিয়েছে নির্দিষ্ট কয়েকটি ফান্ড। মাত্র এক মাসের মেয়াদে সর্বোচ্চ ১৪% রিটার্ন অফার করেছে ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলি। সূত্রের খবর, এই সময়ের মধ্যে আনুমানিকভাবে মোট ৫৪৩টি মিউচুয়াল ফান্ড সক্রিয় অবস্থায় ছিল।
কিন্তু তার মধ্যে ১০টি ফান্ড পারফরম্যান্সের কারণে বিশেষভাবে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। সেগুলির মধ্যে একেবারে প্রথম স্থানে রয়েছে এইচএসবিসি ব্রাজিল ফান্ড (HSBC Brazil Fund)। এই ফান্ডটি মাত্র এক মাসের মেয়াদে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ১৪.৩৬ শতাংশ রিটার্ন অফার করেছে (Mutual Fund Calculator)।
এরপরেই রয়েছে এডেলওয়েইস ইউএস টেকনোলজি ইকুইটি এফওএফ (Edelweiss US Technology Equity FoF)। এই ফান্ডটি ২০২৫ সালের জানুয়ারিতে, ১০.৩৭ শতাংশের চমকপ্রদ রিটার্ন দিয়েছে। গত মাসে এই দুটি ফান্ড থেকেই দুই অঙ্কের রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সেই একই মেয়াদে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্ট্র্যাটেজিক মেটাল অ্যান্ড এনার্জি ইকুইটি এফওএফ বিনিয়োগকারীদের ৯.৫০ শতাংশ রিটার্ন দিতে পেরেছে।
আর ঠিক তারপরেই রয়েছে মিরায় অ্যাসেট হ্যাঙ্গ সেঙ্গ টেক ইটিএফ এফওএফ। এই ফান্ডটি জানুয়ারিতে বিনিয়োগকারীদের ৮.৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে। অন্যদিকে, ইনভেসকো গ্লোবাল কনজিউমার ট্রেন্ডস এফওএফ, এডেলওয়েইস ইউরোপ ডাইন্যামিক ইকুইটি অফশোর ফান্ড এবং নিপ্পন ইন্ডিয়া ইউএস ইকুইটি অপারচুনিটিজ ফান্ড বিনীয়গকারীদের যথাক্রমে ৭.৯৬ শতাংশ, ৭.৭২ শতাংশ এবং ৭.৫৮ শতাংশ রিটার্ন দিতে সক্ষম হয়েছে।
শুধু তাই নয়, আদিত্য বিড়লা সানলাইফ ইন্টারন্যাশনাল ইকুইটি ফান্ড থেকে বিনিয়োগকারীরা ৬.৮১ শতাংশ রিটার্ন পেয়েছেন। এডেলওয়েইস ইউএস ভ্যালু অফসোর ফান্ড থেকে জানুয়ারি মাসে ৬.৭৭ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এছড়াও, একই মেয়াদে সুন্দরম গ্লোবাল ব্র্যান্ড ফান্ড থেকে বিনিয়োগকারীরা ৬.২৯ শতাংশ রিটার্ন পেয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।