ফের উর্ধ্বমুখী সোনার দাম। সপ্তাহের শুরুতেই চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সপ্তাহের শুরুতেই ফের দাম বাড়ল সোনার। এপ্রিল মাসের শুরুতে নয়া অর্থবর্ষেই ভারতে বেশ অনেকটাই দাম কমতে শুরু করেছে সোনার। তবে শুধু সোনাই নয়, রূপোর বাজারে বড় চমক। তবে ফেরএমসিএক্স সূচকে অনেকটাই দাম বেড়েছে সোনার।