এপ্রিল মাসের শুরুতে নয়া অর্থবর্ষেই ভারতে বেশ অনেকটাই দাম কমতে শুরু করেছে সোনার। তবে শুধু সোনাই নয়, রূপোর বাজারে বড় চমক। এমসিএক্স সূচকে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দামের বিপুল পতনে মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। মাসের শুরু থেকেই ভারতীয় বাজারে দাম কমল সোনার। একটানা তিন দিন সোনার দাম অব্যাহত থাকার পর লক্ষ্মীবারেও সোনার দামে বড় চমক দিয়েছে সোনার বাজার। লক্ষ্মীবারে ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।