নববর্ষের সঙ্গে যেন নস্টালজিয়া জড়িয়ে রয়েছে সকলের। পয়লা বৈশাখ মানেই নতুন জামা, বিকেল হলেই বাড়ির বড়দের সঙ্গে পাড়ার সোনার দোকানে হালখাতা করতে যাওয়া মিষ্টিমুখ করা, তার সঙ্গে উপরি পাওনা বাংলা ক্যালেন্ডার। এসব স্মৃতিই পয়লা বৈশাখের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তবে শেষ কয়েক বছরে পয়লা বৈশাখে উৎসবের রং ফিকে। করোনা মহামারি যেন সবাইকে ভার্চুয়াল করে দিয়েছে। এখনকার দিনে সেসব যেন ক্রমশ কমে যাচ্ছে। সারল্যর জায়গায় লোক দেখানো ব্যাপার চলে এসেছে। আগে এই দিনে বাঙালিদের মধ্যে গয়না কেনার হিড়িক প্রচন্ড লক্ষ্য করা গেলেও এখন বাঙালিরা সোনা কেনে ধনতেরাসে। আর হালখাতা কী জিনিস সেটা এখনকার প্রজন্মের আউট অফ নলেজ। এবার পয়লা বৈশাখের দিনও আকাশছোঁয়া সোনা ও রূপোর দাম। একধাক্কায় চড়চড়িয়ে বেড়ে গেল সোনার দাম।