সংক্ষিপ্ত

মার্চ মাসের শেষে কত হল দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম? দেখে নেওয়া যাক আজ কলকাতায় কতয় বিকোচ্ছে পেট্রল-ডিজেল।

 

মঙ্গলেও বদল এলো না জ্বালানীর দামে। এই নিয়ে টানা ৩১১ দিন অপরিবর্তিত জ্বালানির দাম। এর আগে গত বছরের মে মাসে বদল এসেছিল পেট্রল-ডিজেলের দামে। এর মধ্যে বিশ্ববাজারে যদিও অপরিশোধিত তেলের দামে একাধিক ওঠা নামা এলেও দেশীয় বাজারে তার বিশেষ প্রভাব পড়েনি। মার্চ মাসের শেষে কত হল দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম? দেখে নেওয়া যাক আজ কলকাতায় কতয় বিকোচ্ছে পেট্রল-ডিজেল।

কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক। পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এই তিন মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের পেট্রলের দাম লিটার প্রতি ১০২.৮৬ টাকা ও ডিজেল প্রতি লিটার ৯৪.৪৬ টাকা। 

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

  • দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
  • মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
  • চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৮৬ টাকা, ডিজেল ৯৪.২৭টাকা।
  • কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।

দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।

তবে সম্প্রতি দেশের তিন শহরে বদল এসেছিল তেলের দামে। কোন কোন শহরে জ্বলানির দামে বদল এসেছিল? নয়ডায় পেট্রলের দাম ২৭ পয়সা বেড়ে লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ৯৬.৯২ টাকা। ডিজেলের দামও বেড়েছে ২৬ পয়সা। নতুন দাম ৯০.০৮ টাকা প্রতি লিটার। গাজিয়াবাদের লিটার প্রতি পেট্রলের দাম কমল ৩২ পয়সা। নয়া দাম দাঁড়িয়েছে ৯৬.২৬ টাকায়। ডিজেলের দাম ৩০ পয়সা কমে হল ৮৯.৪৫ টাকা। লখনউতে পেট্রলের দাম ১৪ পয়সা কমে হল ৯৬.৪৩ টাকা লিটার। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯.৬৩ টাকা প্রতি লিটার।

আরও পড়ুন - 

রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সফর ঘিরে কড়া নিরাপত্তা শহরে, জানুন মঙ্গলবার কোন কোন রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল

মঙ্গলেও অব্যহত বৃষ্টি, সকাল থেকেই মুখভার আকাশের, জানুন আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা

উৎসব বোনাস বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, কত টাকা বাড়াল মমতা মন্ত্রিসভা, জেনে নিন