সংক্ষিপ্ত
জনকল্যাণে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পগুলি সাধারণ মানুষের কাজেও লাগছে। এমনই এক প্রকল্প হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা।
বছরে প্রিমিয়াম দিতে হচ্ছে মাত্র ৪৩৬ টাকা। এর বিনিময়ে ২ লক্ষ টাকা পর্যন্ত জীবনবিমার সুবিধা পাওয়া যাচ্ছে। যে কোনও কারণে মৃত্যু হলেই পরিবার এই বিমার টাকা পেয়ে যাবে। এক বছরের জন্য এই বিমা। প্রতি বছর নতুন করে এই বিমা করা যাবে। ১৮ থেকে ৫০ বছর বয়সি ভারতীয় নাগরিকরা এই বিমা করার সুযোগ পাচ্ছেন। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে নিজের নামে অ্যাকাউন্ট থাকলেই করা যাবে এই বিমা। ৫০ বছর বয়স হওয়ার আগে কেউ এই বিমা করলে এবং নিয়মিত প্রিমিয়াম দিয়ে গেলে ৫৫ বছর বয়স পর্যন্ত জীবনবিমার আওতায় থাকবেন। এত সুবিধা পাওয়া যাচ্ছে বলেই জনপ্রিয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এখনও পর্যন্ত প্রায় ২২ কোটি মানুষ এই জীবনবিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।
কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প
অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও পরিবারে হঠাৎ বিপর্যয় নেমে এলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই কারণেই এই জীবনবিমা প্রকল্প চালু করা হয়েছে। এখনও পর্যন্ত ২১.৬৭ কোটি মানুষ এই জীবনবিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। এ বছরের ২০ অক্টোবর পর্যন্ত ৮,৬০,৫৭৫ জন এই বিমার অর্থ দাবি করেছেন এবং ১৭,২১১.৫০ কোটি টাকা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জন ধন যোজনাও জনপ্রিয় হয়ে উঠেছে
অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী জন ধন যোজনাও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় নাম নথিভুক্ত করেছেন প্রায় ৪৮ কোটি মানুষ। এই প্রকল্পে দুর্ঘটনা হলে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী জন ধন যোজনায় নাম নথিভুক্ত করেছেন ৫৪ কোটিরও বেশি মানুষ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অবিশ্বাস্য, ১২ মাসে ১২ টাকা করে জমালেই পেয়ে যাবেন ২ লক্ষ টাকার বিমা, জেনে নিন বিশদে
PhonePe-এ মাত্র ৫৯ টাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার বীমা! কী করে করবেন এটি
যানবাহন বীমা এবং অনলাইন কেনাকাটার বিশেষ নির্দেশিকা, জেনে নিন কোন উপায় মিলবে উপকার