ফের নোটবন্দি? বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০ টাকার নোট? বড় খবর!
ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই বড় খবর। ২০০০ টাকার নোটের পর এবার নাকি বাতিল করা হবে ২০০ টাকার নোট! বাজার থেকে নাকি সব ২০০ টাকার নোট তুলে নেওয়া হতে পারে! এমনই খবর জানা যাচ্ছে। কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া?

সম্প্রতি ২০০ টাকা এবং ৫০০ টাকার নোটের জালিয়াতি বাজারে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে অভিযোগ উঠছে।
এবার কি তাহলে ২০০ টাকার নোটকেও বাতিল করে দিচ্ছে সরকার?
এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে।
সম্প্রতি বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে, ২০০ টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে।
তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এটি পুরোটাই গুজব।
২০০ টাকার নোট বাতিলের কোনরকম পরিকল্পনা আপাতত নেই। তবে এই নোটের জালিয়াতি বেড়ে যাওয়ায় জনগণকে সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার পকেটে থাকা ২০০ টাকার নোটটি জাল কিনা তা সনাক্ত করতে নিন্মলিখিত বৈশিষ্ট্যগুলির উপর নজর দিন-
নোটের বাঁদিকে দেবনগরী হরফে ২০০ লেখা থাকবে।
মাঝখানে মহাত্মা গান্ধীর স্পষ্ট ছবি থাকবে।
মাইক্রো অক্ষরে লেখা থাকবে ‘RBI’, ‘Bharat’, ‘India’ এবং ‘200’।
ডানদিকে অশোক স্তম্ভের প্রতীক থাকবে।
জাল নোটের প্রচলন রোধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক জনগণকে বিশেষ পরামর্শ দিয়েছে-
RBI স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ২০০ টাকার নোট বাতিলের কোনরকম পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এটি সম্পূর্ণ ভুয়ো খবর।