Samsung Smartphones: আন্তর্জাতিক ক্ষেত্রে স্যামসাং-এর সবচেয়ে বড় স্মার্টফোন ম্যানুফ্যাকচার ইউনিটটি নয়ডায় অবস্থিত। গত কয়েক বছর ধরে নিঃসন্দেহে ভারত স্যামসাং-এর স্মার্টফোন রপ্তানির একটি অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।
Samsung Smartphones: দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং, ভারতে তাদের ম্যানুফ্যাকচার ইউনিট সম্প্রসারণের পরিকল্পনা করেছে। উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত স্যামসাং-এর এই কারখানায় এবার স্মার্টফোনের ডিসপ্লে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্পের অধীনে স্মার্টফোন ডিসপ্লে তৈরির জন্য কোম্পানিটি আবেদন করেছে বলেও খবর।
স্যামসাং-এর নয়া পরিকল্পনা
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং ভারতে ডিসপ্লে তৈরির জন্য আপাতত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে স্যামসাং-এর সবচেয়ে বড় স্মার্টফোন ম্যানুফ্যাকচার ইউনিটটি নয়ডায় অবস্থিত। গত কয়েক বছর ধরে নিঃসন্দেহে ভারত স্যামসাং-এর স্মার্টফোন রপ্তানির একটি অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এবার এই কারখানাতেই স্মার্টফোনের ডিসপ্লে তৈরির পরিকল্পনা চলছে।
স্যামসাং-এর প্রেসিডেন্ট এবং সিইও জেবি পার্ক জানিয়েছেন, এই বহুজাতিক সংস্থাটি স্মার্টফোন পিএলআই স্কিমের অধীনে একটি সম্প্রসারণের জন্যও অনুরোধ করেছে। তিনি আরও বলেন, এই প্রকল্পের নতুন পর্যায়ে সুবিধা অব্যাহত রাখার সম্ভাবনা নিয়ে কোম্পানি ইতিমধ্যেই সরকারের সঙ্গে আলোচনা করছে।
এই প্রকল্পের অধীনে সরকার কর্তৃক নির্ধারিত বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনকারী সংস্থাগুলি করের দিক দিয়ে সুবিধা এবং আর্থিক উৎসাহ পাবে। তবে ভিয়েতনাম থেকে ভারতে উৎপাদন স্থানান্তরিত করার পরিকল্পনা আপাতত স্যামসাং করছে না। ভিয়েতনাম কোম্পানির সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্র হিসেবেই এখনও থাকবে।
ভারতের বিরাট বাজার
ভারতে চাহিদা বৃদ্ধি পেলে কোম্পানি আরও বেশি বিনিয়োগ করতে পারে বলে খবর। স্যামসাং দেশ থেকেই স্মার্টফোনের জন্য চিপসেট সংগ্রহ করার পরিকল্পনাও করছে। সেইজন্য, এই সরবরাহকারীদের গুণমান এবং মূল্যের আন্তর্জাতিক মান পূরণ করতে হবে।
স্যামসাং-এর আন্তর্জাতিক ব্যবসার জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে। গত অর্থবছরে, দেশে কোম্পানির আয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই আয়ের প্রায় ৪২% রপ্তানি থেকেই আসে।
ভারতে কোম্পানির আয়ের প্রায় ৭০% আসে স্মার্টফোনের বাজার থেকেই। রিপোর্ট অনুযায়ী, স্যামসাং আগামী দশকে দেশ থেকে আয়ের ক্ষেত্রে নন-স্মার্টফোন বিভাগের অংশীদারিত্বও প্রায় ৫০%-তে উন্নীত করার পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


