Samsung Galaxy A57: স্যামসাং বেশ কয়েকটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন বাজারে আনছে। গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৫-এর আগেই এই ফোনগুলি বাজারে আসতে চলেছে বলে খবর। 

Samsung Galaxy A57: স্মার্টফোনের অন্যতম ব্র্যান্ডস্যামসাং তাদের গ্যালাক্সি আনপ্যাকড ২০২৬ ইভেন্টের আগেই ভারতে A57 5G স্মার্টফোনটি লঞ্চ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যামসাং তাদের গ্যালাক্সি এ সিরিজে আরও নতুন কয়েকটি মডেলকে যুক্ত করার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে। 

A57 5G ফোনগুলি লঞ্চ করা হবে

তারই অংশ হিসেবে স্যামসাং গ্যালাক্সি A57 5G ফোনটি ২০২৬ সালের জানুয়ারি মাসে, বার্ষিক আনপ্যাকড ইভেন্টের আগে ভারতে লঞ্চ করা হবে বলে সূত্রের খবর। গ্যালাক্সি এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের আগে গ্যালাক্সি A07 5G, গ্যালাক্সি A37 5G এবং গ্যালাক্সি A57 5G ফোনগুলি লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। 

প্রিমিয়াম ফোন লঞ্চের আগে প্রচুর বাজেট-ফ্রেন্ডলি ফোন বাজারে আনাই কোম্পানির প্রধান লক্ষ্য।

স্যামসাং গ্যালাক্সি A07 5G: লঞ্চের সম্ভাবনা

স্যামসাং গ্যালাক্সি A07 5G স্মার্টফোনটি ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষে অথবা ২০২৬ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে লঞ্চ করতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আগেই এই ফোনটি বাজারে আসতে পারে। এটি ২০২৫ সালের অক্টোবর মাসে, লঞ্চ হওয়া গ্যালাক্সি A07 4G-এর আরেকটি সেরা মডেল হিসেবে বাজারে আসছে। ফোনটির আপগ্রেড এবং ফিচার সম্পর্কে বিশদ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। 

স্যামসাং গ্যালাক্সি A37 5G, গ্যালাক্সি A57 5G

সামনে আসা তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি A37 5G ফোনটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটি এক্সিনোস ১৪৮০ চিপসেট সহ বাজারে আসতে পারে। অন্যদিকে, গ্যালাক্সি A57 5G ফোনটিতে এক্সিনোস ১৬৮০ প্রসেসর থাকবে বলে জানা গেছে। 

ভারত সহ বিশ্ব বাজারে এই ফোনটি ডুয়াল-সিম সাপোর্ট সহ লঞ্চ হতে পারে। এই ফোনগুলি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শীঘ্রই জানা যাবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।