SpaceX: মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। এবার ভারতে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও বিপ্লব এনে দিতে পারে স্পেসএক্স।

Starlink internet: মঙ্গলবার চুক্তি করেছিল ভারতী এয়ারটেল (Bharti Airtel)। প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে নারাজ জিও (Jio)। বুধবার মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থার পক্ষ থেকে জানানো হল, ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা (Starlink's internet services) চালু করার বিষয়ে ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্পেসএক্সের (SpaceX) সঙ্গে চুক্তি হয়েছে। এয়ারটেল ও জিও এই চুক্তি করার ফলে ভারতে ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আসতে চলেছে। অপর এক টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে এখনও স্পেসএক্সের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করা হয়নি। ফলে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে গেল এয়ারটেল, জিও। গত এক দশকে ভারতে ইন্টারনেট পরিষেবা অনেক উন্নত হয়েছে। এবার স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা চালু হলে সারা দেশেই ইন্টারনেট পরিষেবা আরও উন্নত হতে পারে। সেই লক্ষ্যেই চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে এয়ারটেল।

এয়ারটেল-স্টারলিঙ্ক চুক্তিতে কী বলা হয়েছে?

এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে সারা ভারতে ইন্টারনেট সংযোগ উন্নত করা হবে। এয়ারটেলের রিটেল আউটলেটের মাধ্যমে স্টারলিঙ্ক ইন্টারনেট সংযোগ সংক্রান্ত বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করা হবে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পরিষেবা প্রদান করা হবে। গ্রামাঞ্চলের স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করবে এয়ারটেল ও স্টারলিঙ্ক। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও এয়ারটেলের পরিকাঠামো রয়েছে। সেই পরিকাঠামো ব্যবহার করেই স্টারলিঙ্কের কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে।

উন্নত ইন্টারনেট পরিষেবার লক্ষ্যে জিও

জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, 'এই চুক্তির মাধ্যমে ভারতে গ্রাহক ও বাণিজ্যিক সংস্থাগুলিকে সরাসরি স্পেসএক্সের পরিষেবা দেওয়া হবে।' জিও-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রিটেল স্টোর, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্টারলিঙ্কের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। সারা দেশে জিও-র পরিষেবা চালু করা হয়েছে। এবার স্টারলিঙ্ক ইন্টারনেট সংযোগ দেওয়া হলে জিও সংস্থার পরিষেবা উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।