- Home
- Business News
- Other Business
- Stock Market High Profit: ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০ লক্ষ টাকা রিটার্ন! বাজারে ঝড় তোলা স্টক কোনটি?
Stock Market High Profit: ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০ লক্ষ টাকা রিটার্ন! বাজারে ঝড় তোলা স্টক কোনটি?
Stock Market High Profit: চূড়ান্ত ডামাডোলের বাজারেও একাধিক স্টক বিনিয়োগকারীদের বেশ ভালো রিটার্ন দিচ্ছে (share market investment)।

যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন, তারা সবসময় ভালো রিটার্ন আশা করেন
ভালো করে পড়াশোনা করে বিনিয়োগ করতে পারলে লাভের মুখ দেখার সম্ভাবনা থাকে (share market news)।
আসলে ভালো রিটার্ন পেতে গেলে, বিনিয়োগও (market invest) সঠিক জায়গায় করা জরুরি
আর সেই জায়গায় দাঁড়িয়েই, পেনি স্টক হল সেইসব স্টক যাদের দাম খুবই কম।
কার্যত, তবে অল্প সময়ের মধ্যেই ভালো রিটার্ন (return) দিতে সক্ষম এই মাল্টিব্যাগার স্টকগুলি (stocks)
শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বিনিয়োগকারীদের বিরাট রিটার্ন দিয়েছে (multibagger stocks highest return)।
তেমনই একটি স্টক নিয়ে আজ আলোচনা করব
মাত্র আড়াই বছরে অন্তত ৮৫০% রিটার্ন দিয়েছে এই স্টকটি।
এটি একটি মাল্টিব্যাগার পেনি স্টক
স্টকটির নাম কী (multibagger stocks for 2025)?
স্টকটির নাম হল Banganga Paper Industries
যদিও স্টক মার্কেটে এটি Inertia steel limited নামেই নথিভুক্ত রয়েছে।
গত ২০২২ সালের ডিসেম্বর মাসে, এই স্টকটির দাম ছিল ৮.৪০ টাকা
আর ২০ মে, ২০২৫ সালে স্টকটির দাম ৮০ টাকা ছুঁয়ে গেছে।
অর্থাৎ যদি কেউ আড়াই বছর আগে স্টকটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন,
তাহলে এখন সেই অঙ্ক গিয়ে দাঁড়াত প্রায় ৯.৫০ লক্ষ টাকা।
এদিকে মার্চে শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে ১ কোটি টাকা লাভ করেছে সংস্থাটি
তার ঠিক আগের বছরের একই ত্রৈমাসিকে ০.০১ কোটি টাকা লোকসান হয়েছিল কোম্পানিটির (multibagger penny stocks for 2025 in india)।
নিঃসন্দেহে আয়ের দিক থেকেও বিপুল উত্থান
যেখানে ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার আয় ছিল ০.১১ কোটি টাকা, সেখানে ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ২০.৪৯ কোটি টাকা।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

