বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গিফ্ট নিফটি থেকে শুক্রবার পজিটিভ স্টার্টের ইঙ্গিত মিলেছে দালাল স্ট্রিটে। যা কিছুটা হলেও আশা বাড়িয়েছে লগ্নিকারীদের। এ দিন এশিয়ার বিভিন্ন দেশের বাজারেরও বৃদ্ধি হয়েছে।

সপ্তাহের শুরু থেকে একটানা পতনের পরে শুক্রবার বাজারের পরিস্থিতি কেমন থাকে সে দিকে এখন নজর বাজার বিশেষজ্ঞ থেকে সাধারণ লগ্নিকারীদের। সেনসেক্স কমেছে ৭৮ পয়েন্ট এবং নিফটি৫০ কমেছে মাত্র ৩ পয়েন্ট। বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে পরে সেনসেক্স রয়েছে ৮৪ হাজার ৪৮১ পয়েন্টে এবং নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ৮১৫ পয়েন্টে।

এ সপ্তাহের চার ট্রেডিং সেশনেই পয়েন্ট কমেছে দেশের শেয়ার বাজারের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। যদিও শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমেছে সামান্যই। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গিফ্ট নিফটি থেকে শুক্রবার পজিটিভ স্টার্টের ইঙ্গিত মিলেছে দালাল স্ট্রিটে। যা কিছুটা হলেও আশা বাড়িয়েছে লগ্নিকারীদের। এ দিন এশিয়ার বিভিন্ন দেশের বাজারেরও বৃদ্ধি হয়েছে। এই পরিস্থিতিতে কোন কোন স্টকে লগ্নির পরামর্শ বাজার বিশেষজ্ঞরা দিয়েছেন দেখে নিন।

জিন্দাল স্টিলনেস: এই স্টকের দাম ৭৯৮ টাকা। এর টার্গেট প্রাইস ৮৫৫ টাকা এবং স্টপ লস ৭৭০ টাকা।

অশোক লেল্যান্ড: এই স্টকের দাম ১৭১ টাকা। এর টার্গেট প্রাইস ১৮০ টাকা এবং স্টপ লস ১৬৮ টাকা।

হিন্দুস্তান কপার: এই স্টকের দাম ৩৮৭ টাকা। এর টার্গেট প্রাইস ৪১২ টাকা এবং স্টপ লস ৩৭৯ টাকা।

প্রিকল: এই স্টকের দাম ৬৭০ টাকা। এর টার্গেট প্রাইস ৭২০ টাকা এবং স্টপ লস ৬৪৫ টাকা।

সানসেরা ইঞ্জিনিয়ারিং: এই স্টকের দাম ১ হাজার ৭০৪ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৮৩০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৬৪০ টাকা।

ব্লু স্টার: এই স্টকের দাম ১ হাজার ৮৫৪ টাকা। এর টার্গেট প্রাইস ২ হাজার টাকা এবং স্টপ লস ১ হাজার ৭৮৮ টাকা।

(শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)