- Home
- Business News
- Other Business
- share price: ৫ বছরে ৩০০০ শতাংশ রিটর্ন, ফেব্রুয়ারি মাসেই বড় বদল এই শেয়ারের
share price: ৫ বছরে ৩০০০ শতাংশ রিটর্ন, ফেব্রুয়ারি মাসেই বড় বদল এই শেয়ারের
আরডিবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার লিমিটেডের শেয়ার গত কয়েক বছর ধরেই দুর্দান্ত পারর্ফম করছে। চোখ বন্ধ করেই এই শেয়ারে ভরসা করতে পরেন।

দুর্দান্ত শেয়ার
আরডিবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার লিমিটেডের শেয়ার গত কয়েক বছর ধরেই দুর্দান্ত পারর্ফম করছে। চোখ বন্ধ করেই এই শেয়ারে ভরসা করতে পরেন।
হেড অফিস কলকাতায়
আরডিবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার লিমিটেডের হেড অফিস কলকাতায়। কিন্তু মুম্বই, দিল্লি, পুনে, জয়পুর, যোধপুর, হায়দ্রাবাদ, গুয়াহাটি, সুরাটেও উপস্থিতি রয়েছে।
শেয়ারের ভ্যালু
১:১০ অনুপাতে হবে স্টক স্প্লিট। অর্থাৎ, এই সংস্থার একটি শেয়ারের বর্তমানে যে ভ্যালু রয়েছে তা ১০ ভাগে বিভক্ত হবে।
স্টক স্প্লিট
২৮ ফেব্রুয়ারি থেকে এই সংস্থার স্টক স্প্লিট শুরু হবে বলে এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে এই সংস্থা।
এখন মূল্য
বৃহস্পতিবার আরডিবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার লিমিটেডের শেয়ার প্রাইস ৬ টাকা কমে হয়েছে ৫৫০ টাকা। গত পাঁচ দিনে এই সংস্থার শেয়ার দর বেড়েছে ৪.৭০ শতাংশ। গত এক মাসে তা বেড়েছে ৭.৩৮ শতাংশ।
এক মাসে দাম বৃদ্ধি
এক মাসে ১০৩ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার। গত এক বছরে আরডিবি-র স্টকের দাম ২৭৪ শতাংশ বেড়েছে। গত এক বছরে ৩০৪২ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার
পাঁচ বছর আগে বিনিয়োগ করলে...
পাঁচ বছর আগে এই সংস্থায় ১ লক্ষ বিনিয়োগ যারা করেছিলেন তারা এখন কোটি টাকারও বেশি পেতে পারেন।
স্টক বিভাজন
২০২৫ সালে ২৮ ফেব্রুয়ারি থেকে স্টকের বিভাজন শুরু হবে। এই কাজ শেষ হতে ২-৩ মাস লেগে যেতে পারে। আরডিবি-র ১০ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারকে ১০টি সমান ভাগে ভাগ করা হবে।
শেয়ার মূল্য
১ টাকা ফেসভ্যালুর ১০টি শেয়ারে রূপান্তরিত হবে। স্টক বিভাজনের পর শেয়ারের সংখ্যা হবে ২৭ কোটি এবং প্রতি শেয়ারের ফেসভ্যালু হবে ১ টাকা।
বিনিয়োগের আগে নজর দিন
বিনিয়োগের আগে অবশ্যই শেয়ার সম্পর্কে যেথেষ্ট খোঁজ খবর নিন। এশিয়ানেট নিউজ বাংলা বিনিয়োগের পরামর্শ দেয় না। শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতেই পারেন।