সংক্ষিপ্ত

এদিন শনিবার হলেও বাজেট পেশের দিন বলে শেয়ার বাজার (Share Market) খোলাই ছিল।

বাজেট পেশের পরেই রকেট গতিতে ছুটছে শেয়ার বাজার। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার।

এদিন শনিবার হলেও বাজেট পেশের দিন বলে শেয়ার বাজার খোলাই ছিল। তবে উল্লেখযোগ্য দিক হল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) যখন বাজেট পেশ শুরু করলেন, ঠিক তখন থেকেই শেয়ার বাজারের উত্থান লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ BUDGET 2025: কিষাণ ক্রেডিট কার্ডে বাড়ছে ঋণ নেওয়ার পরিমাণ, মধ্যবিত্তদের বাড়তি গুরুত্ব

এদিন দিনের শুরুতে সেনসেক্স প্রায় ৩০০ পয়েন্ট লাভবান হয়। সেইসঙ্গে, NIFTY পায় ৮১.৮০ পয়েন্ট ছুঁয়ে যায়। তবে বাজেট পেশের সময়, ইনকাম ট্যাক্স (Budget 2025 Income Tax Expectations) ছাড়ের বিষয়টি যখন সামনে চলে আসে, ঠিক তখন থেকেই সরাসরি প্রভাব পড়তে শুরু করে শেয়ার বাজারে।

আরও পড়ুনঃ BUDGET 2025: ক্যান্সার সহ ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহার

দেখা যায় যে, ফের একবার সেনসেক্স এবং নিফটি উপরের দিকে উঠতে শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই বাজেটের (Budget 2025 News) দিকে তাকিয়ে ছিলেন বিনিয়োগকারীরা। আর এবার সেখান থেকেই তারা বাজেটে কী হবে, সেদিকে নজরে ছিল সবার। তবে এদিন বাজেট পেশের পর, ফের চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার।

আরও পড়ুনঃ BUDGET 2025: হাসি ফুটবে মহিলা উদ্যোগপতিদের মুখে? বাজেট থেকেই বড় ঘোষণা নির্মলার

এদিন ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক ২.৬% হারে লাভ করতে শুরু করে। ইন্ডিয়ান হোটেল লাভ করে ২.৪৯%, বিইএল ২.০৫%, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ১.৮৬% এবং এনটিপিসি ১.৭৩% লাভ করে।

আরও পড়ুনঃ BUDGET 2025: সরকার ঝুঁকছে Artificial Intelligence-এর উপর? শিক্ষাক্ষেত্রে বরাদ্দ ৫০০ কোটি

অন্যদিকে, গাড়ির দাম কমার ইঙ্গিত মেলার পরেই আবারও চাঙ্গা হয়ে ওঠে গাড়ির শেয়ারের দামও এবং এক ধাক্কায় তা বেড়ে যায় ১.৫%। মারুতি সুজুকি, টিভিএস মোটর, হিরো মটোকর্প, সুন্দরম, বাজাজ অটো, ইচার মোটর এবং ইউএনও ইন্ডিয়া সহ বিভিন্ন গাড়ির বাজার উপরের দিকে ধীরে ধীরে উঠতে শুরু করে।

আরও পড়ুনঃ BUDGET 2025 Share Market: বাজেট পেশ হতেই সরাসরি প্রভাব ষ্টক মার্কেটে, মেগা আপডেট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।