Lottery Ticket: লটারি কাটা ভাগ্যের খেলা তো বটেই, তবে কিছুটা পর্যবেক্ষণ আর হিসেবনিকেশ করে দেখলেই মিলতে পারে কাঙ্খিত ফল, জিততে পারবেন আপনিও। লটারি টিকিট কাটার আগেই জেনে নিন এই স্ট্রাটেজিগুলি।
KNOW
Lottery: '৬ টাকায় ১ কোটি!' এরকম আর কতই না লটারির অফার শুনেছেন। এই ধরনের বিজ্ঞাপন দেখে অনেকেই লটারির টিকিট কেটেছেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। অল্প খরচে যদি ভাগ্য ফিরিয়ে কোটিপতি হওয়া যায়, সেই স্বপ্ন দেখেন অনেকেই। এমন অনেক ব্যক্তি আছেন যাঁরা নিয়মিত লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে যান। কিন্তু হয়তো শুনলে অবাক হবেন, লটারির টিকিট কাটার পিছনেও রয়েছে হিসাব, জানতে হবে স্ট্র্যাটেজি। লটারি কাটা ভাগ্যের খেলা তো বটেই, তবে কিছুটা পর্যবেক্ষণ আর হিসেবনিকেশ করে দেখলেই মিলতে পারে কাঙ্খিত ফল, জিততে পারবেন আপনিও।
লটারির টিকিট কাটার সময় যে বিষয়গুলি মাথায় রাখলে জেতার সম্ভাবনা বেশি-
১। সাম্প্রতিক ফলাফল নজরে রাখা
লটারির টিকিট কাটার আগে একটু হোমওয়ার্ক দরকার। যেদিন টিকিট কাটবেন ভাবছেন তার আগের অন্তত সাত দিনের ফলাফলের উপর নজর রাখুন। বুঝতে পারবেন কোন সিরিজের নম্বর আসতে পারে। নম্বরের প্রতি ধারণা হবে।
২। মিডল নম্বর বাছাইয়ের কৌশল
এর আগেরবার লটারির যে নম্বরগুলি জিতেছে চারদিকে খেয়াল রেখে এইবার আপনি ওই সিরিজের মিডল নম্বর বাছাই করার চেষ্টা করুন। আরও ভালোভাবে বললে, সম্প্রতি যে মিডল নম্বর জিতেছে সেইরকম কোনও নম্বর, বা তার বিপরীত কোনও অপশন বাছতে হবে অপনাকে। এতেও ফল কিছুটা আশানুরূপ হতে পারে।
৩। শেষের সংখ্যা ধরে টিকিট কাটা
মিডল নম্বরের শেষের দু'টি সংখ্যাকে নির্দিষ্ট রেখে তারপর থেকে ১০ ঘর পর্যন্ত টিকিট কেটে ফেলুন। এইভাবে সিরিজে টিকিট কাটলে জেতার সম্ভাবনা বেড়ে যায়।
৪। কোন কাউন্টার থেকে টিকিট কাটছেন তাও দেখে নিতে হবে
সব সময় এমন কাউন্টার থেকে লটারির টিকিট কাটার চেষ্টা করুন, যেখানে টিকিট বেশি এবং বিক্রিও বেশি হয়। এখানে আপনি নিজের পছন্দ মতো বাছাই করার অপশন অনেক পাবেন এছাড়াও বিশ্বাসযোগ্য হবে।
৫। পূর্বের বিজেতার নম্বর দেখে কিনুন
এর আগেরবার বিজেতার যেটা মিডল নম্বর ছিল, তার বিপরীত নম্বরটি বাছাই করুন। যেমন আগেরবার যদি ২৩ নম্বরটি জিতে থাকে, এবার ৩২ বাছাই করতে পারেন। এতেও জেতার সম্ভাবনা বাড়ে।
৬। নিজের শুভ নম্বর বাছাই
অনেকেই নিজের কোন শুভ নম্বর অনুযায়ী লটারি কেনেন। যেমন- জ্যোতিষীর বলা কোন শুভ নম্বর, সন্তান অথবা স্ত্রীর জন্মদিন, নিজের মূলাঙ্ক, নিজের জন্মদিন ইত্যাদির নম্বর অনুসারে টিকিটের নম্বর বাছাই করুন। হতেই পারে এতে আপনার ভাগ্য খুলে গেলো।
সতর্কতা
লটারির টিকিট কাটার বিশেষ কৌশল জানলেও এটা ভাগ্যের খেলা, তাই এই কৌশল ১০০ শতাংশ সঠিক এমনটা নয়, তবে জেতার সম্ভাবনা অনেকাংশেই বাড়ে। এছাড়াও জেতার আশায় নিয়মিত লটারির টিকিট কেটে এই খেলাকে নেশায় পরিণত করবেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

