- Home
- Business News
- Other Business
- বন্ধ হল ৯৯ লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট, নিয়ম না মানলে বিপদে পড়বেন আপনিও
বন্ধ হল ৯৯ লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট, নিয়ম না মানলে বিপদে পড়বেন আপনিও
সোশ্যাল মিডিয়ায় জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ! মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ ৯৯ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। স্প্যাম মেসেজ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য বড় চমক। বন্ধ হল ৯৯ লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট।
বর্তমানে ফেসবুক থেকে হোয়াটস অ্যাপের মতো অ্যাপের ওপর আমরা অধিক নির্ভর করি। তেমনই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে প্রায় সকলে।
ইন্টারনেটের যুগে সব কাজ আগের থেকে অনেক সহজ হয়েছে। তবে, এ করতে গিয়ে বাড়ছে জালিয়াতি।
বর্তমানে সাইবার ক্রাইমের শিকার হয়েছেন অনেকেই। খোয়া গিয়েছে মোটা অঙ্কের টাকা।
এবার জালিয়াতি রুখতে নেওয়া হল কড়া পদক্ষেপ। মেসেজিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৯৯ লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট।
রিপোর্ট অনুসারে, নির্দিষ্ট নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোডের ধারা (১)(ডি) এবং ৩এ(৭)-র আওতায় এই অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।
জানা গিয়েছে, এই ৯৯ লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট থেকে স্প্যাম মেসেজ, ভুল তথ্য, জালিয়াতি এবং অক্রমণাত্মক মেসেজ পাঠানো হত।
চলতি বছরের জানুয়ারি মাসে ৯৯,৬৭,০০০ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।
ইউজারদের কাছ থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে খবর। তারপর ৩ পর্যায়ে অ্যাবিউজ শনাক্ত করে এই প্ল্যাটফর্ম।
শেষে ৯৯ লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
