সংক্ষিপ্ত
- আইসিআইসিআই নিয়ে এল আকর্ষণীয় সুযোগ
- গ্রাহকদের কথা মাথায় রেখেই একাধিক পরিষেবা নিয়ে হাজির আইসিআইসিআই ব্যাঙ্ক
- বাড়িতে বসেই গ্রাহকরা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিভিন্ন কাজ সেরে ফেলতে পারবেন
- গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই বারবার ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে
বর্তমান পরিস্থিতিতে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে সকলেই যাচ্ছে। করোনাকে আটকাতে ফের চালু হয়েছে লকডাউন । এবার বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই নিয়ে এল আকর্ষণীয় সুযোগ। গ্রাহকদের কথা মাথায় রেখেই একাধিক পরিষেবা নিয়ে হাজির আইসিআইসিআই ব্যাঙ্ক। এবার থেকে আর ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়ানোর কোনও প্রয়োজন নেই। বাড়িতে বসেই গ্রাহকরা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিভিন্ন কাজ সেরে ফেলতে পারবেন। যেমন ধরুন, আপডেট করা কিংবা নমিনির নাম যোগ সহ ব্যাঙ্কের একাধিক গুরুত্বপূর্ণ কাজ ও ইন্টারনেটের ব্যাঙ্কিংয়ের সাহায্য বাড়িতে বসেই সেরে ফেলতে পারবেন৷
আরও পড়ুন-বাতিল হতে চলেছে প্রায় ১৮ কোটি প্যান কার্ড, আপনারটা সুরক্ষিত কিনা দেখে নিন...
করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে নাজেহাল সকলে। করোনা পরিস্থিতিতে গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই বারবার ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের তরফ থেকে ৷ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নমিনির নাম আপডেট করার জন্য আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ৷ ব্যাঙ্কের তরফ থেকে ট্যুইটে জানানো হয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগইন করে আপডেট বা অ্যাড নমিনি করতে হবে৷
আরও পড়ুন-চাকরি পাওয়ার আগেই হয়ে যেতে পারেন কোটিপতি, জানুন কীভাবে...
এর জন্য প্রথমে ব্যাঙ্কের ওয়েবসাইটে ক্লিক করতে হবে ৷ এরপর নমিনি অপশনে ক্লিক করতে হবে ৷ নমিনি আপডেট ও সংযুক্ত করার জন্য কাস্টমার রেজিস্টার্ড ইউজার আইডি ও পাসওয়ার্ডের সঙ্গে লগইন করুন ৷ শুধু নমিনিই নয়, এছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করা। এছাড়াও অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার, এফডি, বিলের পেমেন্ট ওপেন ডিপোজিট প্রিপেড মোবাইল, ডিটিএইচ রিচার্জ ট্যাক্স পেমেন্ট সবকিছুই করতে পারবেন।