অক্ষয় তৃতীয়ার আগে সোনার দামে বড় চমকে। শনিবার এমসিএক্স সূচকে সোনার ও রূপোর দাম ক্রমশ বাড়ছে নয়তো কমছে। বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি, বিয়ের মরশুম এবং অক্ষয় তৃতীয়ার জেরে সোনার দাম রদবদল হবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী ১৯ বৈশাখ এবং ৩ মে অক্ষয় তৃতীয়া পড়েছে। এবং তার আগেই সোনার দাম বাড়া-কমা নিয়ে সকলেই যেন নাজেহাল। শনিবারে ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।