ভারতীয় পোস্ট অফিসে ২১,৪১৩ টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। দশম শ্রেণী পাশ প্রার্থীরা ৩ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদনের যোগ্য।

কলেজের গণ্ডি পার করে অনেকেই সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন। কিন্তু সরকারি চাকরি পাওয়া সহজ কথা নয়। এবার চাকরি প্রার্থীদের জন্য এ বড় খবর। নিয়োগ হবে পোস্ট অফিসে। গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নেবে ভারতীয় পোস্ট অফিস। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া।

শূন্যপদ

ভারতীয় পোস্ট অফিসে হবে নিয়োগ। মোট ২১ হাজার ৪১৩ জন কর্মী নিয়োগ হবে ভারতীয় পোস্ট অফিসে। গোটা দেশে হবে এই নিয়োগ। এবার বিপুল কর্মসংস্থান হতে চলেছে। এই সকল পদের জন্য আবেদন করতে পারেন অনলাইনে।

যোগ্যতা

ভারতীয় পোস্ট অফিস মোট ২১ হাজার ৪১৩ জন কর্মী নিয়োগ হবে। গ্রামীণ ডাক সেবক পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদনের জন্য দশম শ্রেণী পাশ করা থাকলেই হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করতে পারেন।

বয়সের সীমা

গ্রামীণ ডাক সেবক পদে হবে নিয়োগ। এই পদে আবেদনের জন্য রয়েছে নির্দিষ্ট বয়সের সীমা। বয়স ১৮ থেকে ৪০ মধ্যে হলে তবেই আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

গ্রামীণ ডাক সেবক পদে হবে আবেদন করতে পারবেন অনলাইনে। এরজন্য indiapost.gov.in-এ ক্লিক করুন। ওয়েবসাইট খুললেই Registration অপশন পাবেন। প্রথমে সেখানে ক্লিক করুন। তারপর অ্যাপ্লাই অনলাইন অপশন পাবেন। সেখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করে আবেদন করুন। আবেদনের শেষ তারিখ ৩ মার্চ।

এবার ভারতীয় পোস্ট অফিস বিপুল নিয়োগ করবে। প্রায় ২১ হাজার ৪১৩ জন কর্মী নিয়োগ হবে। মাত্র দশম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করতে পারেন পোস্ট অফিসে চাকরির জন্য। সারা দেশ জুড়ে এবার হবে নিয়োগ। তেমনই চাকরির আবেদন করতে পারেন ঘরে বসেই। indiapost.gov.in-এ ক্লিক করে করতে পারেন আবেদন। ১৮ থেকে ৪০-র মধ্যে যদি থাকে আপনার বয়স তাহলে দেরি না করে আবেদন করে ফেলুন।