সংক্ষিপ্ত
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-এ শীঘ্রই হবে নিয়োগ। সম্প্রতি, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুসারে সংস্থার বিভিন্ন ক্ষেত্রে হবে নিয়োগ। চাকরির সুযোগ পাবেন বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং-র স্নাতক উত্তীর্ণরা।
শূন্যপদ
কর্মী নিয়োগ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-এ। বিভিন্ন পদে হবে নিয়োগ। সংস্থায় নিয়োগ হবে ইঞ্জিনিয়ার, ডেপুটি ম্যানেজরা, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে। মোট শূন্যপদ ৫৮টি।
কাজের ক্ষেত্র ও বয়সের সীমা
আর্কিটেকচার, সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন, কেমিক্যাল, কেমিক্যাল/ সিভিল /এনভায়ারমেন্ট, মেটালার্জি, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আইটি, সাইবার সিকিউরিটি এবং ইনফরমেশন সিকিউরিটি। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, নয়াদিল্লি, গুরুগ্রাম, চেন্নাই, মুম্বই-সহ অন্যত্র।
বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের উর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪ বছর। পদ অনুসারে বেতন দেওয়া হবে। বেতন যথাক্রমে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০০,০০০ থেকে ২,৬০,০০০ টাকা।
যোগ্যতা
সংস্থায় আর্কিটেকচার বিভাগে ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের আর্কিটেকচারে স্নাতক (বিআর্ক)-র ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। একই ভাবে অন্য পদগুলোর জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা রয়েছে।
নিয়োগ পদ্ধতি
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-এ হবে নিয়োগ। অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে নথি সহ আবেদন জানাতে হবে। আগামী ২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয় বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।