Government Job News: সরকারি চাকরিতে সুখবর আগ্রহী চাকরি প্রার্থীদের। ব্যাঙ্কে চলছে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Government Job News: দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? কিন্তু মন মতোন চাকরি পাচ্ছেন না! তাহলে আপনার জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। ব্যাঙ্কে চাকরিতে রয়েছে প্রচুর শূন্যপদ। চলছে কর্মী নিয়োগ। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চলছে কর্মী নিয়োগ। ইচ্ছুক চাকরি প্রার্থীরা কাজের জন্য এখানে আবেদন জানাতে পারবেন।
কীভাবে করবেন আবেদন (Government Job News):-
এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। এর জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চাকরির আবেদন জানাতে হবে। ইতিমধ্যে আবেদন গ্রহন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে (Job Vacancy News):-
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অফিসার-ডিজিটাল টেকনোলজি ফিনাকেল কোর পদে কর্মী নিয়োগ করা হবেয মোট শূন্য পদের সংখ্যা ৬টি। এই পোস্টে চাকরির জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। প্রথমে তিন বছরের জন্য চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতা ও কাজের দক্ষতার ভিত্তিতে আরও ২ বছরের মেয়াদ বাড়ানো হতে পারে।
আগ্রহী প্রার্থীদের বেতন (Government Job News):-
জানা গিয়েছে, আগ্রহী চাকরি প্রার্থীদের বেতন হবে বার্ষিক ১৪.৬৮ লক্ষ টাকা। এই পদে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-
আগ্রহী চাকরি প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এ স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের কম্পিউটার সায়েন্স এবং আইটিতে এমসিএ বা এমটেকএ ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
কীভাবে আবেদন জানাবেন (Online Application Process):-
এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে সমস্ত তথ্য সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই। ইন্টারভিউ ও স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য আরও বিশদে জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)। কলকাতায় হবে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)। বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজিক্যাল সায়েন্সেস, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস- বিভাগে হবে নিয়োগ।
লাইফ সায়েন্সস, বায়োসায়েন্সেস, বায়ো কেমিস্ট্রি, কেমিক্যাল বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়ো ইঞ্জিনিয়ারিং, রসায়ন, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ইকনোমিক্স বিষয় পিএইচডি করে থাকলে তারা আবেদন করতে পারেন। এক্ষেত্রে নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


