সংক্ষিপ্ত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দশম এবং দ্বাদশ শ্রেণীর ওপেন বুক পরীক্ষা সংক্রান্ত গুজব খারিজ করে দিয়েছে সিবিএসই। 

চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণীর ওপেন বুক পরীক্ষা সংক্রান্ত গুজব খারিজ করেছে সিবিএসই। সিলেবাসে ১৫ শতাংশ কমানো এবং ওপেন বুক পরীক্ষা নেওয়া হবে বলে ভুয়ো খবর রটে যায়। এরপরেই ছাত্র এবং শিক্ষকদের জন্য সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। পরীক্ষার ধরণে কোনও পরিবর্তন আনা হয়নি বলে জানিয়ে দিয়েছে সিবিএসই। 

প্রসঙ্গত, আসন্ন ২০২৫ সালের বোর্ড পরীক্ষা সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বোর্ড। সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলিই কেবলমাত্র বিশ্বাসযোগ্য বলে জানিয়েছে তারা। নভেম্বরের শেষের দিকে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সাধারণত, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হয়। কিন্তু কোন কোন তারিখে পরীক্ষা হবে, তা পরে সিবিএসই-এর বিজ্ঞপ্তিতে জানানো হবে। 

অন্যদিকে, সিবিএসই বোর্ড পরীক্ষার প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, সিসিটিভি সুবিধা না থাকলে সেই স্কুলকে পরীক্ষাকেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে না। পরীক্ষার সুষ্ঠু ও ন্যায্য পরিচালনা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য। 

তাছাড়া পরীক্ষার সময় কেন্দ্রগুলিতে ভালো রেজোলিউশনের সিসিটিভি ফুটেজ রেকর্ড করা হবে। পরীক্ষাকক্ষের সম্পূর্ণ চিত্র তুলে করার জন্য সঠিকভাবে ক্যামেরাও লাগাতে হবে। সিসিটিভি সম্পর্কে সমস্ত ছাত্র ও শিক্ষকদের অবহিত করারও নির্দেশ দিয়েছে সিবিএসই।সেইসঙ্গে, রেকর্ড করা ফুটেজের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেবলমাত্র কর্তৃপক্ষই এই সেইগুলি দেখতে পারবেন। ফলাফল প্রকাশের দুই মাস পর্যন্ত এই সেগুলিকে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে সিবিএসই। 

এই শিক্ষাবর্ষে গোটা দেশে প্রায় ৪৪ লক্ষ ছাত্রছাত্রী সিবিএসই দশম ও দ্বাদশ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রায় ৮,০০০টি স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।