শীঘ্রই প্রকাশ পেতে চলেছে RRB NTPC UG 2025 CBT-1 পরীক্ষার ফলাফল, যা অক্টোবরের প্রথম সপ্তাহের আগেই আশা করা হচ্ছে। ৩৪৪৫টি শূন্যপদের জন্য অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল প্রার্থীরা রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in-এ গিয়ে দেখতে পারবেন।
শীঘ্রই প্রকাশ পেতে চলেছে RRB NTPC UG 2025 ফলাফল। প্রকাশ্যে এল NTPC CBT-1 UG লেভেলের ফলাফল প্রকাশের দিন। প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন। rrbcdg.gov.in -এ ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। ৩৪৪৫ টি শূন্যপদের জন্য হয়েছিল পরীক্ষা। ৭ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর ২০২৫-র মধ্যে অনুুষ্ঠিত হয়েছিল পরীক্ষা। এবার বোর্ডের পক্ষ থেকে ফল প্রকাশের কথা জানানো হল। তবে, আপাতত ফল প্রকাশের দিন নিশ্চিত করা হয়নি। তবে আশা করা হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহের আগে ফলাফল প্রকাশ পাবে।
RRB NTPC UG 2025 পরীক্ষায় মোট ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল। যার মধ্যে ৪০টি ছিল সাধারণ সচেতনতার (General Awareness), ৩০টি ছিল General Intelligence এবং Reasoning। পরীক্ষার সময় ছিল ৯০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে বলে জানা গিয়েছে।
শূন্যপদ
২,০২২ টি পদ- কমার্শিয়াল-সহ টিকিট ক্লার্ক
৩৬১টি পদ- অ্যাকাউন্ট ক্লার্ক ও টাইপিস্ট
৯৯০টি পদ- জুনিয়র ক্লার্ক ও টাইপিস্ট
৭২টি পদ- ট্রেন ক্লার্ক
এখন প্রশ্ন হল কীভাবে দেখবেন RRB NTPC UG 2025 ফলাফল। এর জন্য প্রথমে আপনাকে রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in এ যেতে হবে। সেখানে হোমপেজে, স্কোরকার্ড ও ফলাফল দেখতে পাবেন। NTPC আন্ডার গ্র্যাজুয়েট স্কোরকার্ড ২০২৫ বা NTPC আন্ডার গ্র্যাজুয়েট ফলাফল ২০২৫-এ ক্লিক করুন। তারপর আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা কোড দিন। এবার লগইন-এ ক্লিক করুন। পেয়ে যাবেন রেজাল্ট। এবার তা ডাউনলোডের অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
এদিকে ১৫ সেপ্টেম্বর ২০২৫-এ পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। কারও এই বিষয় কিছু আপত্তি জানানোর থাকলে তার দিন ছিল ২০ সেপ্টেম্বর পর্যন্ত।


