প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) ৭৬৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে। টেকনিশিয়ান এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দশম উত্তীর্ণ ও আইটিআই সার্টিফিকেট থেকে শুরু করে ডিপ্লোমা বা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। সরকারি চাকরির প্রতি আগ্রহ থাকে অনেকেরই। এবার তারা পেতে চলেছেন বিশাল সুযোগ। দশম উত্তীর্ণ করলেই আবেদন করতে পারবেন সরকারি সংস্থায়। চাকরির সুযোগ দিচ্ছে ডিআরডিও। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে টেকনিশিয়ান এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ আছে ৭৬৪টি।

শূন্যপদ

রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিআরডিও-তে হবে কর্মী নিয়োগ। বুক বাইন্ডার, অফসেট মেশিন অপারেটর, কারপেন্টার, ড্রাফটম্যান, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ফিটার, ফটোগ্রাফার, ওয়েল্ডার-সহ বিভিন্ন পদে হবে নিয়োগ। নেওয়া হবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে।

যোগ্যতা ও বেতন

বুক বাইন্ডার, অফসেট মেশিন অপারেটর, কারপেন্টার, ড্রাফটম্যান, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ফিটার, ফটোগ্রাফার, ওয়েল্ডার পদে আবেদন করতে হলে প্রার্থীর ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন। বেতন হবে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

নেওয়া হবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। এই পদে রসায়ন, পদার্থবিদ্যা, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, জিয়োলজি, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, লাইব্রেরি সায়েন্স, ম্যাথমেটিক্স, মেটালার্জিক্যাল বিষয় ডিপ্লোমা কিংবা ডিগ্রি অর্জন করেছেন এমন ব্যক্তি আবেদন করতে পারেন। বেতন যথাক্রমে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।

আবেদন পদ্ধতি

দশম উত্তীর্ণ হলে সরকারি সংস্থায় কাজের সুযোগ। আগ্রহী প্রার্থীরা সরাসরি ডিআরডিও-র ওয়েবসাইট মারফত আবেদন করতে পারেন। তাঁদের আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের নথি পাঠাতে হবে। আবেদনমূল্য হিসেবে ৫০০ টাকা জমা দিতে হবে।