- Home
- West Bengal
- Kolkata
- সরকারি চাকরির পাশাপাশি অন্য ব্যবসা করছেন? খোয়াতে পারেন চাকরি, কড়া পদক্ষেপ নবান্নের
সরকারি চাকরির পাশাপাশি অন্য ব্যবসা করছেন? খোয়াতে পারেন চাকরি, কড়া পদক্ষেপ নবান্নের
সরকারি চাকরির পাশাপাশি প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তির চাকরি গেল। ৫ বছরের তদন্তের পর নবান্ন এই সিদ্ধান্ত নেয়। সরকারি নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিরত অবস্থায় অন্য কোনও ব্যবসায় যুক্ত থাকা যাবে না।
- FB
- TW
- Linkdin
)
সরকারি চাকরির পাশাপাশি অন্য ব্যবসা করছেন? কিংবা অন্য কোনও পেশার সঙ্গে যুক্ত আছেন? তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে।
সদ্য প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চাকরি হারালেন এক সরকারি কর্মী। এমনই সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের পক্ষ থেকে।
অভিযুক্ত ওই ব্যক্তি সরকারি চাকরি করতেন। পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য করতেন প্রোমোটিং। এই অভিযোগে বিগত ৫ বছর ধরে চলেছে তদন্ত।
অবশেষে সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে যাওয়ায় চাকরি হারাতে হল তাঁকে।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন-র পরীক্ষা উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। চাকরি করার পাশাপাশি ব্যবসাও করতেন। এই খবর প্রকাশ্যে আসতেই ঘটল বিপত্তি।
ওই ব্যক্তির নামে ট্রেড লাইসেন্সও আছে। ব্যাঙ্কে নিয়মতি ব্যবসার টাকাও ঢোকে। ব্যবসার কারণে আর্থিক লেনদেনও করে থাকে।
রেজিস্টার্ড কোম্পানিও আছে তার নামে। এই সব তথ্য আসে সরকারের কাছে। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন।
তথ্য হাতে আসার পর সেই ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, এতে কোনও সুবিধা হয়নি।
সরকারি নিয়ম অনুসারে, কেউ সরকারি পদে থাকলে আর অন্য ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
এই অপরাধেই চাকরি গেল এই সরকারী কর্মীর।