গোয়েন্দা দপ্তরে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে প্রায় ৪৯৮৭টি শূন্যপদে নিয়োগ। মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে ৫ হাজার শূন্যপদে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার মেরুদন্ড অর্থাৎ গোয়েন্দা দপ্তরের তরফে হবে নিয়োগ। প্রচুর শূন্যপদে নিয়োগ করবে IB Security Assistant Recruitment 2025। মাধ্যমিক পাশ করেই করতে পারেন আবেদন।

শূন্যপদ

গোয়েন্দা দপ্তরে হবে নিয়োগ। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে নিয়োগ হবে। শূন্যপদ প্রায় ৪৯৮৭টি। এই পদে প্রতিটি রাজ্যের আলাদা গোয়েন্দা দপ্তরে হবে নিয়োগ।

যোগ্যতা

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে আবেদন করতে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি আবেদন করতে গেলে রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। এমনকি, স্থানীয় ভাষা বা উপভাষায় দক্ষতা থাকতে হবে। ইন্টেলিজেন্স সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বয়সের সীমা

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে আবেদন করতে বয়সের নির্দিষ্ট সীমা থাকা দরকার। এই পদে আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর বয়সের সীমা রাখা হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুয়ায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে চাকরি পেতে তাতে পে-লেভেল ৩ অনুসারে বেতন দেওয়া হবে। ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা বেতন দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে অন্যান্য ভাতা।

আবেদন পদ্ধতি

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে আবেদন করতে চাইলে গোয়েন্দা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনার সকল ডকুমেন্ট সহকারে মেল করুন। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লাগবে ৬৫০ টাকা। এসসি, এসটি, মহিলাদের লাগবে ৫৫০ টাকা।

আবেদনের তারিখ

এবার গোয়েন্দা দপ্তরের তরফে হবে নিয়োগ। প্রচুর শূন্যপদে নিয়োগ করবে IB Security Assistant Recruitment 2025। শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি। ১৭ অগস্ট পর্যন্ত করা যাবে আবেদন। তাই দেরি না করে আজই আবেদন করুন। একাধিক সম্মানীয় পদে মিলবে কাজের সুযোগ।