ভারতীয় ডাক বিভাগ দেশ জুড়ে প্রায় ৩০ হাজার শূন্যপদে গ্রামীণ ডাক সেবক (GDS), ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) নিয়োগ করছে। আবেদন প্রক্রিয়া ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছে।
দেশ জুড়ে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। এবার ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগে হবে নিয়োগ। প্রায় ৩০ হাজার পদে নিয়োগ করবে এই সরকারি সংস্থা। আবেদন করতে পারেন অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। জেনে নিন কারা আবেদন করতে পারবেন।
শূন্যপদ
চলতি বছরের নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেশের ২৩টি পোস্টাল সার্কেলে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদ সংখ্যা ২৮,৭৪০টি। সার্কেলে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে ২,৯৮২ টি। ডাক বিভাগের তরফে নিয়োগ হবে গ্রামীণ ডাক সেবক (জিডিএস), ব্রাঞ্চ পোস্টমাস্টার (বিপিএম) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চপোস্টমাস্টার (এবিপিএম) পদে। আজই আবেদন করুন এই কাজের জন্য।
বয়সের সীমা
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি তাদের দশমের পরীক্ষায় উত্তীর্ণ হবে। সংশ্লিষ্ট পদগুলোতে নিয়োগ হবে প্রার্থীদের দশমের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।
বেতন
এবিপিএম এবং জিডিএস পদে নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ১০ হাজার থেকে ২৪ হাজার ৪৭০ টাকা। অন্যদিকে, বিপিএম পদের মাসিক বেতন হবে ১২ হাজার থেকে ২৯ হাজার ৩৮০ টাকা। প্রকাশ্যে এল এমনই তথ্য। শীঘ্রই হবে নিয়োগ।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিস্তারিত জানতে indiapostgdsonline.gov.in এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করুন। আগামী ১৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য নির্ধারিত আবেদনমূল্য ১০০ টাকা। আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে আবেদনমূল্য। নিয়োগের জন্য় নির্বাচিতদের মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রকাশ পাবে ২৮ ফেব্রুয়ারি। এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। অনলাইনে করতে পারেন আবেদন। শীঘ্রই হবে নিয়োগ। এবার মিলবে কাজের সুযোগ।


