সংক্ষিপ্ত

কেন্দ্র বা রাজ্য সরকারি দফতর অথবা মন্ত্রকে কাজ করেন, এমন ব্যক্তিরাও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

২০২৪-এর আগে ২০২৩ সাল থেকেই হাজার হাজার সরকারি শূন্য পদে শুরু হয়ে গেছে নিয়োগের প্রক্রিয়া। এবার কেন্দ্র সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকে শুরু হয়েছে কর্মী নিয়োগ। একাধিক শূন্য পদে চলছে কর্মীদের বহাল করার কাজ।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের মোট ৩৯টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

কোথায় কত নিয়োগ:

লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মী নিয়োগ করা হবে ১২ জন

সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মী নিয়োগ করা হবে ২১ জন

সহকারী নিরীক্ষা কর্মকর্তা (AAO) পদে কর্মী নিয়োগ করা হবে ১ জন

স্টেনো হিসেবে নিয়োগ করা হবে ১ জন

পিএস স্টেনো হিসেবে নিয়োগ করা হবে ২ জন

মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগ করা হবে ২ জন

কেন্দ্র বা রাজ্য সরকারি দফতর অথবা মন্ত্রকে কাজ করেন, এমন ব্যক্তিরাও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর ৫৬ বছর বয়স না হওয়া পর্যন্ত আবেদন করা যাবে। এই চাকরির জন্য নিয়োগ করা হবে মুম্বই শহরে।

আবেদন করার জন্য:

Jt. Controller of Communication Accounts, O/o Pr. CCA Mumbai, Mumbai- 01 , এই ঠিকানায় আবেদনপত্র ও অ্যাটেস্ট করা নথি পাঠাতে হবে। আগামি ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।