সংক্ষিপ্ত

ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। এবার রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির দারুণ সুযোগ তাঁদের সামনে। অবাক হচ্ছেন! রইল এই চাকরির বিস্তারিত তথ্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট শূন্যপদের সংখ্যা হল ৫টি। জানিয়ে রাখি যে, নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে বলে জানা গিয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

জয়েন্ট অ্যাডভাইজর পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখায় স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, এই পদের ক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হল ১,৫০,০০০ থেকে ১,৮১,০০০ টাকা। এছাড়াও, আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ৪৮ বছরের মধ্যে।

এদিকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজর পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হল ১,১০,০০০ টাকা থেকে ১,৩২,০০০ টাকা। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

কোন কোন পদে করা হবে নিয়োগ:

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আপাতত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জয়েন্ট অ্যাডভাইজর পদ সহ অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজর বিভাগে নিয়োগ (Recruitment) করা হবে।

কিভাবে করবেন আবেদন:

এক্ষেত্রে অনলাইন মারফত আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:

এক্ষেত্রে আবেদন আগামী ১০ অক্টোবর, ২০২৪ পর্যন্ত করা যাবে।

প্রয়োজনীয় শর্ত:

এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট পদগুলিতে পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়ার (Recruitment) ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।