Job News: রাজ্য সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। স্বাস্থ্য দফতরে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কারা আবেদন জানাতে পারবেন? বিস্তারিত তথ্য জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job News: বছর শেষের আগে রাজ্য সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এবার কাজের সুযোগ মিলবে কোচবিহার জেলার স্বাস্থ্য দফতরে। এই জেলায় স্বাস্থ্য ও রোগী কল্যাণ দফতরে একাধিক শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এই দফতরের মেডিক্যাল অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা কত?
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, উল্লিখিত পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা পাঁচটি। এছাড়াও মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য এক বছরের ইন্টার্নশিপ-সহ এমবিবিএস উত্তীর্ণ যোগ্যতা থাকা আবশ্যক। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-র অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীর বয়স ৬৫ বছর বয়সের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পাবেন মাসে ১৩ হাজার টাকা। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্ট পোস্টে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কোচবিহার জেলার স্বাস্থ্য দফতরের প্রশাসনিক ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও মূল ওয়েবসাইটে গিয়ে নোটিস অপশন থেকে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলেই মিলবে আরও বিস্তারিত তথ্য। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ ডিসেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর। অনলাইনেই সমস্ত তথ্য দিয়ে আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে DRDO-তে। নিয়োগ হবে প্রায় ১০০০টি পদে। অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদে হবে নিয়োগ। জেনে নিন কারা আবেদনযোগ্য।
সদ্য DRDO-র পক্ষ থেকে হবে নিয়োগ। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এসেছে প্রকাশ্যে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এবং টেকনিশিয়ান পদে হবে নিয়োগ। মোট শূন্য়পদ আছে ৭৬৪টি। এর মধ্যে প্রথম পদ অর্থাৎ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পদে হবে ৫৩১ জন নেওয়া হবে। দ্বিতীয় পদে অর্থাৎ টেকনিশিয়ান পদে হবে ২০৩ টি শূন্যপদ।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এবং টেকনিশিয়ান পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে গ্র্যাজুয়েট হতে হবে। বিষয়ভিত্তিক ও বাণিজ্যভিত্তিক যোগ্যতা লাগবে। এই কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


