- Home
- West Bengal
- Kolkata
- বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
CV Anand Bose On Humayun Kabir: ৬ ডিসেম্বর অর্থাৎ শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করার কথা ঘোষণা করেছেন সদ্য বহিস্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন নিয়ে কড়া রাজ্যপাল
দলবিরোধী কাজের জন্য সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বহিস্কৃত হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তবুও নিজের সিদ্ধান্তে অনড় তিনি। বেলডাঙায় শনিবার দুপুরে বাবরি মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেছেন তিনি। হুমায়ুনের এই ঘোষণায় রাজ্যে যাতে কোনওরকম অশান্তির পরিবেশ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বিশেষ সতর্ক বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
কী বলছেন রা্জ্যপাল বোস?
মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূলের সদ্য সাসপেন্ডেড বিধায়কের উদ্যোগে ৬ ডিসেম্বর ‘বাবরি মসজিদ’-এর প্রতিরূপের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সম্ভাব্য উত্তেজনা এড়াতে জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের দফতর থেকে জানানো হয়েছে, উস্কানিমূলক বক্তব্য, গুজব বা কোনও উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টায় বিভ্রান্ত না হওয়ার জন্য রাজ্যের মানুষকে সতর্ক থাকতে হবে। রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যাতে পুরো রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়।
রাজভবনে চালু বিশেষ সেল
লোক ভবনের তরফে ২৪×৭ ‘অ্যাক্সেস পয়েন্ট সেল’ চালু। পরিস্থিতি নজরে রাখতে ও সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের জন্য রাজ্যপালের নির্দেশে লোক ভবনে একটি ‘অ্যাক্সেস পয়েন্ট সেল’ গঠন করা হয়েছে, যা এখন থেকেই সার্বক্ষণিক কার্যকর। যে কোনও অশান্তির আশঙ্কা, হুমকি, ভয় দেখানো, উত্তেজক বা উস্কানিমূলক বক্তব্যের খবর সঙ্গে সঙ্গে এখানে জানানো যাবে। রাজ্যপাল নিজেও সমগ্র পরিস্থিতি সমান্তরালভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে।
পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ
সূত্রের খবর, রাজভবনের তরফে যোগাযোগ ফোন: 033-2200 1641
ইমেল:
osd2w.b.governor@gmail.com
generalcellgs@gmail.com
specialcellgs@gmail.com
লোক ভবনের ৩ আধিকারিকে পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ রাজ্যপালের।
সন্দীপ সিংহ রাজপুত, সিনিয়র অফিসার অন স্পেশাল ডিউটি —
সুরেশ বৈদিয়ান, অফিসার অন স্পেশাল ডিউটি।
ড. এস. কে. পত্নায়ক, আইএএস (অবসরপ্রাপ্ত), চিফ অফ স্টাফ ।
রাজ্যবাসীকে শান্ত থাকার বার্তা
রাজ্যপাল আবারও জানিয়েছেন, রাজ্যের মানুষ যেন শান্ত ও সতর্ক থাকেন, কোনও উত্তেজনায় প্রশ্রয় না দেন। তিনি আস্থা প্রকাশ করেছেন যে রাজ্য সরকার আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

