Job Alerts: নতুন বছর শুরুর আগেই কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ। রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। জানুন আবেদনের শেষ তারিখ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job Alerts: বছর শেষের আগে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। এবার নিয়োগ হচ্ছে কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনালে। এখানে চুক্তিভিত্তিক কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। একটি প্রকল্পের কাজের জন্য লোক নেবে রাষ্ট্রায়ত্ত্ব এই সংস্থা। আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অফলাইন মারফত।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
এই বিষয়ে ইরকন ইন্টারন্যাশনাল সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে-সংস্থায় নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল ম্যানেজার পদে। তবে মোট শূন্যপদের সংখ্যা ৩০। জানা গিয়েছে, নিযুক্তদের সংস্থার নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে প্রকল্পের জন্য অসমের লামডিং এবং তিনসুকিয়া অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। নিযুক্তদের দুই বছরের চুক্তির মেয়াদে কাজে নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো যেতে পারে।
শিক্ষাগত যোগ্যতা:-
আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। এছাড়াও আবেদনকারীদের বয়স কমপক্ষে ৫০ হতে হবে। ম্যানেজার পদে আবেদনের জন্য। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। উল্লিখিত পোস্টে চাকরিতে নিযুক্ত ব্যক্তিদের বেতন হবে প্রতিমাসে ৬০ হাজার টাকা।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ১৯ জানুয়ারির মধ্যে অফলাইন মারফত আবেদন জানাতে হবে। এরপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা যাবে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদমর্যাদায় চলছে কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারেন এখানে। মোট শূন্যপদের সংখ্যা- পাঁচটি। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন গ্রহনের কাজ। নিযুক্ত ব্যক্তিদের কর্মস্থল হবে- কলকাতা, গুরুগ্রাম, চেন্নাই সহ দেশের অন্যান্য শহরে।
বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও ম্যানেজারদের বেতন হবে প্রতিমাসে ৮০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত। এবং ডেপুটি ম্যানেজারদের বেতন হবে- ৭০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও ম্যানেজার পদে অনূর্ধ্ব ৩৬ বছর বয়সিরা আবেদন জানাতে পারবেন। এবং ডেপুটি ম্যানেজার পোস্টের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩২ এর মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


