Government Job News: সরকারি চাকরিতে বিভিন্ন পোস্টে চলছে কর্মী নিয়োগ। আগ্রহী চাকরি প্রার্থীরা আজই করুন আবেদন। জানুন আবেদনের শেষ তারিখ। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন….
Government Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন কিন্তু মন মতো চাকরি কিছুতেই পাচ্ছেন না? আপনার জন্য রইল সরকারি চাকরিতে আবেদনের দারুন সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে চলছে নিয়োগ। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পোস্টে চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। এরজন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে অথবা অফলাইনে আবেদন জানাতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ করা হবে (Government Job News):-
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য মোট শূন্যপদ দু-টি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে একবছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা (Government Job News):-
এই পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হতে হবে। তবে পশ্চিমবঙ্গ পুলিশে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা কত হবে সেই বিষয়ে কোনও উল্লেখ নেই ওই বিজ্ঞপ্তিতে। এছাড়াও ওই পদে আবেদনের জন্য প্রার্থীকে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কীভাবে আবেদন জানাবেন? (Government Job News):-
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত মেইল আইডি বা ঠিকানায় নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদন করে পাঠাতে হবে। এরপর নথিপত্র দেখে আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। আবেদনের শেষ তারিখ ১৫ জুন।
অন্যদিকে, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতোন রাষ্ট্রায়ত্ত সংস্থা দিচ্ছে বিভিন্ন পদে চাকরি করার সুযোগ। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ওই সংস্থা। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে দুই রকমের পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আগ্রহী প্রার্থীরা অনলাইনে সংস্থার ওয়েবসাইটে গিয়ে চাকরির আবেদন জানাতে পারবেন। সংস্থায় মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৩৭২টি। নিযুক্তদের সংস্থার একাধিক বিভাগে কাজের সুযোগ মিলবে। পোস্টিং হবে দেশের বিভিন্ন শহরে।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এগজিকিউটিভ, ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল, কেমিক্যাল), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অফিসার (এইচআর, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং), অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার-ল্যাঙ্গোয়েজ ইমপ্লিমেন্টেশন, ল অফিসার, সেফটি অফিসার (গ্যাস ডিস্ট্রিবিউশন), সিনিয়র অফিসার-সহ একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে।
প্রার্থীদের বয়স ও বেতন (Job News):-
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর বয়স থেকে ৪৮ বছর পর্যন্ত ধার্য করা হয়েছে। এছাড়াও বেতন হবে- মাসিক ৪০,০০০-১,৪০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,২০,০০০-২,৮০,০০০ টাকা পর্যন্ত। এই সংস্থার বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনকারীদের কম্পিউটার-নির্ভর পরীক্ষা, গ্রুপ টাস্ক/ডিসকাশন, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের আগে প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষাও করা হবে।
আগ্রহী প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১১৮০ টাকা। ‘ফ্রেশার’ এবং অভিজ্ঞদের জন্য নির্ধারিত পদগুলিতে আবেদনের শেষ দিন যথাক্রমে ৩০ জুন এবং ১৫ জুলাই। নিয়োগের শর্তাবলি এবং অন্যান্য বিষয় জানতে সংস্থার ওয়েব সাইটে চোখ রাখতে বলা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।