Job News:  কেন্দ্রীয় সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job Alerts: বছর শেষের আগেই চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। এবার কাজের সুযোগ মিলবে কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায়। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। জানা গিয়েছে, চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া। এর জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে বলা হয়েছে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। আবেদনকারীদের বেতন হবে প্রতিমাসে ৩০ হাজার টাকা। তবে অন্য কোনও বিষয়ে স্নাতক হলেও সাউন্ড রেকর্ডিং বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকলেও আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। কোনও সংবাদ সংস্থায় অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট পোস্টে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/) গিয়ে সংশ্লিষ্ট অপশনে ক্লিক করে নির্দেশ মতো অনলাইনেই ফর্ম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ নভেম্বর। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংস্থার মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্কিং সেক্টরে। স্নাতক পাশ করলেই মিলবে চাকরি সুযোগ। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে হবে নিয়োগ। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন। এই চাকরিতে মিলবে মোটা টাকা। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে হবে নিয়োগ। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে স্থানীয় ব্যাঙ্ক কর্মকর্তা বা লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৭৫০টি। প্রত্যেকটি রাজ্য ভেদে ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গে শূন্যপদ আছে ৯০টি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।