Job Vacancy Alerts: সরকারি চাকরি প্রার্থীদের জন্য চাকরিতে সুবর্ণ সুযোগ। স্বাস্থ্য দফতরে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job Vacancy Alerts: দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু মনের মতো চাকরি মিলছে না? তাহলে বছরের শুরুতেই আপনার জন্য রয়েছে স্বাস্থ্য বিভাগে চাকরিতে দারুন সুযোগ। মালদহ জেলায় স্বাস্থ্য বিভাগে প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালদহ জেলা স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, জেলার অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
মালদহ জেলায় স্বাস্থ্য বিভাগে চাকরিতে কর্মী নিয়োগ করা হবে মোট ২৪টি শূন্যপদের জন্য। ইচ্ছুক প্রার্থীরা মেডিক্যাল অফিসার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। জানা গিয়েছে, মেডিকেল অফিসার পদে নিযুক্তদের প্রতিদিন হিসেবে তিন হাজার টাকা করে দেওয়া হবে। তবে আগ্রহী প্রার্থীকে আবদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীদের বেতন কাঠামো কত?
এছাড়াও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৩৫ হাজার টাকা। টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে বেতন হবে ১৮ হাজার টাকা। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতারও রয়েছে ভিন্ন মাপকাঠি। ফলে বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে নজর রাখতে হবে।
আবেদনের শেষ তারিখ কত?
বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোস্টগুলিতে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের মালদহের প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট বিজ্ঞাপন ও https://malda.gov.in/ গিয়ে হোমপেজে গেলেই পাওয়া যাবে স্বাস্থ্য বিভাগে চাকরিতে আবেদনের যাবতীয় তথ্য। এরপর বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য সহ আবেদনকারীকে অনলাইনেই আবেদন জানাতে হবে। উল্লিখিত পোস্টগুলিতে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ১৯ জানুয়ারি। এছাড়াও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটেই পাওয়া যাবে।
অন্যদিকে, আধার সেন্টারেও চলছে কর্মী নিয়োগ। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তারা এবার পাবেন কাজের সুযোগ। আধার সেন্টারে অর্থাৎ সিএসসি গভারমেন্টস সার্ভিসেস ইন্ডিয়ায় সুপারভাইজার ও অপারেটর পদে হবে নিয়োগ। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বাদশ বা দশম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। মিলবে মোটা অঙ্কের বেতন।
এছাড়াও আধার সেন্টারে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। সেখানে সুপারভাইজার বা অপারেটর পদে হবে নিয়োগ। শূন্যপদ আছে ২৮২ টি। বিস্তারিত তথ্যের জন্য নজর রাখতে হবে ওয়েবসাইটে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


