Job Vacancy 2025: জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে রয়েছে দারুণ সুযোগ। এই যোগ্যতা থাকলেই করা যাবে চাকরির আবেদন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: অনেকদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না! তাহলে আপনার জন্য সরকারি চাকরিতে রয়েছে সুবর্ণ এক সুযোগ। কাজের সুযোগ রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ব বিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে চুক্তি ভিত্তিতে বিভিন্ন পোস্টের জন্য চলছে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়।

কোন কোন পদে চলছে নিয়োগ-

এই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র কনসালট্যান্ট পদে মিলবে কাজের সুযোগ। মোট শূন্যপদের সংখ্যা একটি। চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগে প্রথম ছয় মাসের মেয়াদে মিলবে কাজের সুযোগ। এরপর অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীকালে সর্বোচ্চ দুই বছরের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। সংশ্লিষ্ট পদে চাকরিতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

সংশ্লিষ্ট পদে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে কমপক্ষে পাঁচ বছরের প্রশাসনিক কোনও পদে চাকরি করার অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠিও রয়েছে।

কীভাবে আবেদন জানাবেন-

উল্লিখিত পোস্টে চাকরির জন্য আবেদনকারীদের নির্দিষ্ট ঠিকানায় যাবতীয় ডকুমেন্টস সহ অফলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মিলবে যাবতীয় তথ্য।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার মিলবে শহরের বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। যারা শিক্ষকতা করতে চান তাদের জন্য এল দারুণ খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা শিক্ষকতা করতে আগ্রহী তারা দ্রুত আবেদন করুন। যোগ্যতা যাচাই করে ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ।

বিশ্ববিদ্যালয়ের অ্যাডাল্ট কন্টিনিইয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশনের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে অতিথি শিক্ষক বা গেস্ট ফ্যাকাল্টি পদে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। নিযুক্তদের সংশ্লিষ্ট বিভাগে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের স্নাতকোত্তর কোর্সের ক্লাস নিয়ে হতে পারে। পড়াতে হবে প্রিন্ট মিডিয়া ও রেডিও ব্যবহারিক দিক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।