LIC হাউজিং ফিনান্স লিমিটেড ১৯২ টি শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করছে। স্নাতকরা আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণ পাবেন। আবেদনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে LIC হাউজিং ফিনান্স লিমিটেড। এই মর্মে রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সংস্থায় কাজের সুযোগ পাবেন স্নাতকেরা। আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। সংস্থার অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা ১৯২। নিযুক্তদের কর্মস্থ হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে। তাঁদের প্রশিক্ষণের মেয়াদ এক বছরের। প্রশিক্ষণ পর্ব শুরু হবে ১ নভেম্বর।

বয়সের সীমা

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের সীমা ধার্য করা হয়েছে ২০ থেকে ২৫ বছর। পাশাপাশি তাঁদের যে কোনও বিষয় স্নাতকোত্তীর্ণ হতে হবে। এরই সঙ্গে শিক্ষানবিশদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১২ হাজার টাকা। আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শিঘ্রই মিলবে কাজের সুযোগ। 

আবেদন পদ্ধতি

প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে LIC হাউজিং ফিনান্স লিমিটেড। এই মর্মে রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থার অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা ১৯২। এই সকল পদে আবেদন করতে পারবেন অনলাইনে। তাই সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। তারপর সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনমূল্য অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ৯৪৪ টাকা। তফসিলি জাতি, উপজাতি ও মহিলা প্রার্থীদের জন্য ৭০৮ টাকা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৪৭২ টাকা।

নিয়োগ পদ্ধতি

প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে LIC হাউজিং ফিনান্স লিমিটেড। এখানে নিয়োগ করা হবে ১৯২ জন। প্রবেশিকা পরীক্ষা, নথি যাচাই এবং ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। ২২ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। তারপর প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। এই সকল পদে কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন। সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেই বুধে আবেদন করুন। শীঘ্রই মিলবে এই সকল পদে কাজের সুযোগ।