- Home
- Career
- Education
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের পাশ করার বড় সুযোগ! অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের আর কোনও বছর নষ্ট হবে না
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের পাশ করার বড় সুযোগ! অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের আর কোনও বছর নষ্ট হবে না
Higher Secondary Examination: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষায় চালু হচ্ছে নতুন নিয়ম।

একাদশ শ্রেণির পরীক্ষার নয়ম বদল
উচ্চ মাধ্যমিকের একাদশ আর দ্বাদশ শ্রেণির পরীক্ষার নিয়ম বদল করছে উচ্চমাধ্যমিক শিক্ষ পরিষদ।
নতুন নিয়ম
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষায় চালু হচ্ছে নতুন নিয়ম।
নতুন নিয়ম
ঘোষণা অনুযায়ী দ্বিতীয় সেমিন্টারের প্রশ্নপত্রে উত্তীর্ণ হতে ব্যর্থ শিক্ষার্থীরা এখন ফলাফল ঘোষণার মাত্র এক মাসের মধ্যে পরিপূরক পরীক্ষায় বসতে পারবেন।
নষ্ট হবে না বছর
নতুন নিয়ম লাগু হওয়ায় এবার থেকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের আর কোনও বছর নষ্ট হবে না।
৩০ শতাংশ নম্বর
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতিটি সেমিস্টারের প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩০ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের। পাশাপাশি তৃতীয় সেমিস্টার না দিয়েও পাশ করার সুযোগ থাকছে।
শর্ত
তৃতীয় সেমিস্টার না দিয়েও পাশ করার ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতির হার ৭৫ শতাংশ ও শিক্ষা সংসদের মার্কশিটে লেখা থাকবে সাপ্লিমেন্টারি।
বছরে ২ বার পরীক্ষা
উচ্চ মাধ্যমিকে এবার থেকে বছরে দুইবার করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। তবে প্রথম আর তৃতীয় সেমিস্টারের ফল অনলাইনে ঘোষণা করা হবে বলেও জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
পাশ করার শর্ত
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন উচ্চমাধ্যমিকে অতিরিক্ত বিষয় নিয়ে মোট ৬টি বিষয় রয়েছে। কেই পাঁচটিতে ৩০ শতাংশ নম্বর পেলে পাশ করা হবে বলে গণ্য করা হবে।
বছর নষ্ট হবে
একাদশের প্রথম এবং তৃতীয় সিমেস্টারে কোন বিষয়ে পাশ করতে না পারলে ‘সাপ্লিমেন্টারি’ দেওয়ার সুযোগ থাকছে একাদশের দ্বিতীয় এবং দ্বাদশের চতুর্থ সিমেস্টারে। আর শেষ দু’টি সিমেস্টার একাদশ ও দ্বাদশ উভয় ক্ষেত্রেই পাশ না করলে তার বছর নষ্ট হবে।
রেজিস্ট্রেশনের মেয়াদ
একজন পরীক্ষার্থীর সর্বোচ্চ রেজিস্ট্রেশন থেকে সাত বছর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে।
পরীক্ষার্থীদের সুযোগ
একাদশ ও দ্বাদশে প্রতি সিমেস্টারে প্রতিটি বিষয়ে ৩০ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের। কোনও সিমেস্টারের কোনও একটি বিষয়ে যদি ৩০ শতাংশ নম্বর কেউ না পায় তা হলে সে পরের সিমেস্টারে পরীক্ষার সঙ্গেই ওই বিষয়ে ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষা দেবে।
চারটি সেমিস্টার
এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টার দিতে হবে পড়ুয়াদের।

