- Home
- Career
- Education
- Pariksha Pe Charcha: পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে নিষ্ঠা নিয়ে কাজের পরামর্শ মোদীর, দেখুন উৎসাহী পুড়ুয়াদের ছবিগুলি
Pariksha Pe Charcha: পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে নিষ্ঠা নিয়ে কাজের পরামর্শ মোদীর, দেখুন উৎসাহী পুড়ুয়াদের ছবিগুলি
- FB
- TW
- Linkdin
পরীক্ষা পে চর্চা ২০২৩
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপেক্ষায় দিল্লির তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামের পড়ুয়ারা। সকালেই থেকেই একরাশ উত্তেজনা নিয়ে তাঁরা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
মোদীর টিপস
অন্যবারের মত এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। শিক্ষা আর কেরিয়ার সম্পর্কিক তাদের একাধিক প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি পরীক্ষার চাপ কাটাতে মোদী তাদের টিপসও দেন।
মন সংযোগ বড় কথা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা প্রসঙ্গে ক্রিকেটের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, ব্যাটস ম্যান যেখম খেলা নিয়ে ফোকাস থাকেন। দর্শকদের চিৎকারকে গুরুত্ব না দিয়ে নিজের খেলাটা খেলেন, তেমনই পরীক্ষার্থীদের নিজের পড়াশুনা নিজের খেলাধুলার ওপর নজর দিতে বলেন।
প্রথম প্রশ্ন আরুষী
প্রধানমন্ত্রী নরন্দ্র মোদীকে এদিনের প্রথম পরীক্ষা করে চম্বার আরুষী। সে বলেন, পরীক্ষা নিয়ে সে সর্বদাই উদ্বিগ্ন থাকে। কোথা থেকে পড়া শুরু করবে তা বুঝতে পারে না। এই সমস্যা সমাধানে সে প্রধানমন্ত্রী মোদীর পরামর্শ চেয়েছেন।
২০ লক্ষ প্রশ্ন গৃহীত
এই বছর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের জন্য এখনও পর্যন্ত ৩৮ লক্ষ শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মতে ২০ লক্ষ প্রশ্ন গৃহীত হয়েছে। এনসিআইরটি স্ট্রেস ম্যানেজমেন্ট, পারিবারিক চাপ ও অন্যায্য উপায় প্রতিরোধ, কেরিয়ান নির্বাচন থেকে শুরু করে রয়েকটি বিষয়ে প্রশ্ন প্রশ্ন করেছেন পড়ুয়ারা।
অনুষ্ঠান দেখা যাবে
পিপিসি 2023 লাইভ ইভেন্টটি শিক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত টুইটার, ফেসবুক, ইউটিউবের মতো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সম্প্রচার করা হবে, পিএমও অফিসও এটি সম্প্রচার করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের ভাষণে পরীক্ষাদের চাপ নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বলেন পরীক্ষা নিয়ে অভিভাবকদের পড়ুয়াদের ওপর চাপ তৈরি করা ঠিক নয়।
পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমরা রাজনীতিতে রয়েছি। কিন্তু আমাদের ওপরও চাপ রয়েছে আগের তুলনায় আসন সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য। কিন্তু এই চাপের তলিয়ে না যেতে পরামর্শ দেন। তিনি বলেন নিজের ইচ্ছে মত কাজ করতে।
প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই তিনি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের মাধ্যমে পডুয়াদের সঙ্গে কথা করেন। একই সঙ্গে তিনি কথা বলেন ছত্রছাত্রীদের বাবা মা ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও।
প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই তিনি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের মাধ্যমে পডুয়াদের সঙ্গে কথা করেন। একই সঙ্গে তিনি কথা বলেন ছত্রছাত্রীদের বাবা মা ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও।