রেলের বিভিন্ন ডিভিশনে নার্স-সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নার্সিং সুপারিন্টেন্ড্যান্ট, ডায়ালাসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট সহ একাধিক পদে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার সুযোগ মিলবে রেলের চাকরিতে। রেলের বিভিন্ন ডিভিশনে নার্স নিয়োগ করা হবে। একই সঙ্গে অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনালদেরও কাজের সুযোগ দেবে রেল। সদ্য রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের কথা।

শূন্যপদ

প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করবে ভারতীয় রেল। নার্সিং সুপারিন্টেন্ড্যান্ট, ডায়ালাসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইনস্পেক্টর, ফার্মাসিস্ট, রেডিয়োগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে হবে কর্মী নিয়োগ।

নিয়োগ পদ্ধতি

একাধিক পদে নিয়োগ করবে রেল। অনলাইনে হবে পরীক্ষা। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন। পূর্ণমান ১০০। কলকাতা, মালদহ, শিলিগুড়ি-সহ রেলের সমস্ত ডিভিশনে হবে পরীক্ষা। বাংলা-সহ ১৩টি ভাষায় হবে পরীক্ষা।

যোগ্যতা

  • জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জেএনএম), ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ইন নার্সিং ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা নার্সিং সুপারিন্টেন্ড্যান্ট পদে আবেদনের সুযোগ পাবেন। জাতীয় বা রাজ্য সরকারি নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা আবশ্যক। বয়স হতে হবে ২০ থেকে ৪০।
  • ডায়ালেসিস টেকনিশিয়ান হিসেবে আবেদন করতে হেমোডায়ালিসিস বিষয় স্নাতক বা ডিপ্লোমাপ্রাপ্ত হতে হবে। থাকতে ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স হতে হবে ২০ থেকে ৩৩।
  • হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইনস্পেক্টর পদে আবেদন করতে রসায়নে স্নাতক হতে হবে। হেলথ বা স্যানিটারি ইনস্পেক্টর ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকা দরকার।
  • ফার্মাসিস্ট পদে আবেদন করেত ফার্মাসি বিষয় স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
  • রেডিয়োগ্রাফি বা এক্স-রে টেকনোলজি বিষয় ডিপ্লোমা করে থাকলে রেডিয়োগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান পদে আবেদন করতে পারেন। ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • ইসিজি টেকনিশিয়ান পদে ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি, কার্ডিয়োলজি-র মতো বিষয় ডিপ্লোমাপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারেন। ১৮ থেকে ২২ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেব মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি কিংবা সমতুল বিষয় ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। rrbkolkata.gov.in ওয়েবসাইটে যান। সেখানে আবেদন করুন। আবেদন মূল্য ৫০০ টাকা।